এই ৩ মিনিটের জন্য অনেক পরিশ্রম করেছি: নুসরাত ফারিয়া (ভিডিও)

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২১

এই ৩ মিনিটের জন্য অনেক পরিশ্রম করেছি: নুসরাত ফারিয়া (ভিডিও)

বিনোদন ডেস্ক

ফের নতুন গান নিয়ে হাজির হচ্ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তার নতুন গানের নাম ‘হাবিবি’। আপকামিং এই গানটি ৩ মিনিট ১০ সেকেন্ডের।

এইটুকু সময়ের জন্য তিনি ৩ সপ্তাহ যাবত অনেক পরিশ্রম করেছেন। রোববার তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এমনটিই জানান তিনি।

ফেসবুকে দেওয়া পোস্টে ফারিয়া লিখেছেন, আমি শুটিংয়ের ২০ দিন আগে থেকে গানের জন্য প্রস্তুত হচ্ছিলাম। নিজেকে সুন্দর এবং ফিট দেখানোর চাপে ছিলাম। তারও পরে থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছিলাম। ১৪ অক্টোবর শুটিং করি, ১৫ তারিখ ছিল পরীক্ষা। খিটখিটে হয়েছিলাম, বেশিরভাগ সময় কিছুই ভালো লাগতো না। সময়টা আমার কাছের মানুষদের জন্য খুব একটা সহজ ছিল না। সারাক্ষণই একটি ভালো কন্টেন্ট তৈরির চাপে থাকতাম। তবে আপনারা দেখতে পাবেন মাত্র ৩ মিনিট ১০ সেকেন্ড।

তিনি লেখেন, এবার আমি আসলেই রক্ত পানি করা পরিশ্রম করেছি। আমার জীবনের এই তিন সপ্তাহ সবসময় মনে রাখব।

বছর তিনেক আগে ‘পটাকা’ নামে প্রথম গানে কণ্ঠ দিয়েছিলেন নুসরাত ফারিয়া। বেশ ভালোই আলোচনায় আসে তার গাওয়া এ গানটি। পরে ‘আমি থাকতে চাই’ শিরোনামে আরেকটি গান গেয়ে আলোচিত হন তিনি। আগামী ২ নভেম্বর কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মের (এসভিএফ) ইউটিউব চ্যানেলে এবার প্রকাশ পাবে নুসরাত ফারিয়ার ‘হাবিবি’।

সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা