সিলেটের জেলা প্রশাসকের পিতার মৃত্যুতে সিলেট জেলা ক্রীড়া সংস্থার শোক

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২১

সিলেটের জেলা প্রশাসকের পিতার মৃত্যুতে সিলেট জেলা ক্রীড়া সংস্থার শোক

প্রেস বিজ্ঞপ্তি

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের পিতা অবসরপ্রাপ্ত শিক্ষক কাজী ইউনুছ আলী মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তারা বলেন, কাজী ইউনুছ আলী একজন সৎ ও নিষ্ঠাবান শিক্ষক ছিলেন। তিনি প্রজন্ম থেকে প্রজন্মে শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি যেমন সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করেছেন, তেমনি একজন বাবা হিসেবেও ছিলেন সফল। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন এই দোয়া করি।
সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এম কাজী এমদাদুল ইসলাম এর পিতা এম কাজী ইউনুছ আলী (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আফজাল রশিদ চৌধুরী, ফেরদৌস চৌধুরী রুহেল ও মঈন উদ্দিন আহমদ, অতিরিক্ত সাধারণ সম্পাদক গোলাম জাবির চৌধুরী জাবু, যুগ্ম-সম্পাদক হানিফ আলম চৌধুরী, কোষাধ্যক্ষ সাহিদ আহমদ চৌধুরী জুয়েল, কার্যনির্বাহী সদস্য জুনেদ আহমদ, শমসের জামাল, আব্দুর রকিব, রেজওয়ান আহমদ, দীপাল কুমার সিংহ, সৈয়দ তকরিমুল হাদী কাবী, আবু আনাম মোহাম্মদ মিরাজ (জাকির), সমর চৌধুরী, নুরে আলম খোকন, মাহমুদ হোসেন শাহীন, হাজী মিলাদ আহমদ, ফাহমিন মুর্শেদ চৌধুরী বাবু, মোঃ রাজ্জাক হোসেন, মস্তাক আহমদ পলাশ, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ আক্তারুজ্জামান ও আব্দুল জব্বার জলিল, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান আহমদ ও সিপার উদ্দিন আহমদ এবং কার্যনির্বাহী সদস্য মোস্তফা ফরিদুল হোসেন কোরেশী, মোঃ রেজওয়ানুল হক রাজা, মোজাম্মেল হক মুনিম, ইশতিয়াক আহমদ শামীম, মঈন উদ্দিন তালুকদার সাচ্চু, মোঃ আব্দুর রশীদ তালুকদার ইকবাল ও তামান্না ইয়াসমিন নাজমী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ শফিক, আ ন আ আ মাহবুব আহমদ, খন্দকার ফজলুর রহমান বাবুল , আব্দুল হালিম (সুনু মিয়া) ও বিজিত চৌধুরী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সহ-সভাপতি বিরাজ মাধব চক্রবর্ত্তী মানস ও ফয়জুল হক চৌধুরী, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মাসুক মিয়া, আজাদুর রহমান আজাদ ও জাহান ই আলম নুরী চৌধুরী রাহেল, সিলেট জেলা ক্রীড়া অফিসার মোঃ নূর হোসেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ আলী আশরাফ চৌধুরী খালেদ, ইমরান চৌধুরী ও মোঃ সিরাজ উদ্দিন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম-সম্পাদক মুফতি আব্দুল খাবির এবং সাবেক কার্যনির্বাহী সদস্য এডভোকেট নিজাম উদ্দিন, মিসেস নাজনীন হোসেন, এডভোকেট নাসির উদ্দিন খান, মখলিছুর রহমান বাবলু, ছিদ্দিকুর রহমান, মঞ্জুর আহমদ চৌধুরী, গোলাম হাদী ছয়ফুল ও মহসিন আহমদ চৌধুরী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক জামাল উদ্দিন আহমদ, আনোয়ার হোসেন আলোয়ার, সুদেব শর্ম্মা চৌধুরী, জয়দেব শর্ম্মা চৌধুরী, ডাঃ আরিফ আহমদ মোমতাজ রিফা, ফয়জুল ইসলাম আরিজ, আক্কাছ উদ্দিন আক্কাই, রিয়াজ উদ্দিন হেলাল, সাইফুর রহমান শিপলু, জাহিদ এনাম সাব্বির, সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাসিনা মহিউদ্দিন শীরু ও কোষাধ্যক্ষ সাবিনা সুলতানা, সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী প্রমুখ। একইসঙ্গে তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মহান আল্লাহতালার দরবারে দোয়া প্রার্থনা করেছেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন কাজী ইউনুছ আলী। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ৮২ বছর বয়সে মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার বাদ জোহর সিলেট কালেক্টরেট প্রাঙ্গণে মরহুমের প্রথম দফা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর তাকে গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলার শিক্ষকপাড়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় দফা জানাজার নামাজ শেষে আগামীকাল বুধবার তাকে দাফন করার কথা রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ