সিলেট জেলা প্রশাসকের পিতার মৃত্যুতে মহানগর আওয়ামী লীগের শোক

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২১

সিলেট জেলা প্রশাসকের পিতার মৃত্যুতে মহানগর আওয়ামী লীগের শোক

 সিলেট জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এম কাজী এমদাদুল ইসলামের শ্রদ্ধেয় পিতা স্বনামধন্য শিক্ষক জনাব এম কাজী ইউনুছ আলী মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এক শোক বার্তায় মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ১১.০০ ঘটিকায় এম.এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি পরিবার, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ