নগরীর জিন্দাবাজারে রেষ্টুরেন্ট মালিক-শ্রমিকদের রাস্তা অবরোধ

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২১

নগরীর জিন্দাবাজারে রেষ্টুরেন্ট মালিক-শ্রমিকদের রাস্তা অবরোধ

নিউজ ডেস্ক:: 
সিলেট নগরীর জিন্দাবাজারে রেষ্টুরেন্ট মালিক-শ্রমিকরা রাস্তা অবরোধ করেছে। তাদের ভাষ্যমতে ‘অবৈধ ভাবে রেষ্টুরেন্টে জরিমানা ও রেষ্টুরেন্ট বন্ধ করা’র প্রতিবাদে তারা সড়ক অবরোধ করেছে।এছাড়া বুধবার থেকে তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করেছেন।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে নগরীর জিন্দাবাজার পয়েন্টে রেস্টুরেন্ট মালিক-কর্মচারীরা মিলে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। রেস্টুরেন্টে অভিযান বন্ধ, সিলগালা করা রেস্টুরেন্ট খুলে দেয়া এবং আটক কর্মচারীদের মুক্তির দাবি জানান তারা।

জানা যায়, মঙ্গলবার মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের দায়ে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ ভোজনবাড়ি, পাঁচভাই ও পানসী ইন রেস্টুরেন্টে অভিযান চালায়। অভিযানকালে ভোজনবাড়ি রেস্টুরেন্ট সিলগালা এবং অপর দুই রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা থেকে আসা র‌্যাবের বিশেষ ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছে।

সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা

এ সংক্রান্ত আরও সংবাদ