সিলেট ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২১
স্পোর্টস ডেস্ক
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হিসেবে টপ ফেভারিট ছিল ভারত। কিন্তু পরপর দুই ম্যাচে বিশাল ব্যবধানে হারের পর বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে গেছে টিম ইন্ডিয়া।
পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার এ বিষয়ে বিশ্লেষণ করতে গিয়ে ইউটিউব চ্যানেলে বলেছেন, বিরাট কোহলিকে নিয়ে ভারত দ্বিধাবিভক্ত। খবর ক্রিকউইকির।
নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আখতার বলেন, আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি সেখানে (ভারতীয় দলে) দুটো শিবিরে বিভক্ত। একটি বিরাট কোহলির পক্ষে আরেকটি বিপক্ষে। এটা পরিষ্কার দলে বিভক্তি দেখা দিয়েছে। আমি জানি না এটা কেন হয়েছে, কী ঘটেছে সেখানে। হতে পারে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তার (কোহলিকে) অধিনায়কত্ব নিয়ে হতে পারে। এটা বাজে সিদ্ধান্ত হতে পারে কিন্তু এটাই সত্যি।
শোয়েব আখতার বলেন, ক্রিকেটার হিসেবে বিরাট কোহলিকে কখনও সমালোচনা করা উচিত নয়, তাকে শ্রদ্ধা করা উচিত।
তিনি বলেন, আমরা তাকে শ্রদ্ধা করি। আমি ভারতের পক্ষে ডিফেন্ড করছি না, কিন্তু আমি কষ্ট পাই কারণ, গণমাধ্যম তাদের ওপর অতিরিক্ত চাপ প্রয়োগ করছে। দলের হারের পর প্রথমবার ভারতীয় সংবাদমাধ্যম প্রথমে টিম ইন্ডিয়ার ওপর নিয়ে উত্তাপ ছড়িয়েছে। এরপর এটি নিয়ে ক্রিকেটারদের ও তাদের পরিবারকে নিয়ে অপমান করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি