সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২১
নিজস্ব প্রতিবেদক গোয়াইনঘাট
সিলেটের গোয়াইনঘাটে ইউপি নির্বাচনকে সামনে রেখে সপ্তাহধরে উপজেলা সদর হয়ে উঠেছে মুখরিত। প্রার্থী আর সমর্থকদের মোটরসাইকেল সিএনজি শোডাউনে হাজার হাজার মানুষের আগমনে সদর বাজার লোকে লোকারণ্য। হোটেল রেস্তোরাঁয় খাবারের দোকানে তিল পরিমান ঠাই নেই।
মঙ্গলবার (২ রা নভেম্বর) মনোনয়নপত্র জমার শেষ দিন হওয়ায় ভীড় ছিল আরও বেশী।
দশম ইউপি নির্বাচনের ৩য় ধাপে গোয়াইনঘাটের ৬টি ইউপিতে নির্বাচন ২৮ নভেম্বর। প্রার্থীতা দাখিলের শেষ দিন ছিল মঙ্গলবার। নৌকার প্রার্থীরা আজ শেষ দিন হওয়ায় জেলা ও উপজেলার নেতৃবৃন্দের উপস্থিতিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন দাখিল করেছেন।
মনোনয়ন দাখিলের শেষ দিন যে কয়েকজন প্রার্থিরা মনোনয়ন দাখিল করেছেন। নন্দীরগাঁও ইউনিয়নে নৌকা প্রতীকে এস কামরুল হাসান আমিরুল, স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ ও হীরক দে।বিএনপি মামুনুর রশীদ শাহীন, আব্দুল ওয়াহিদ, জামাল উদ্দিন আহমদ ও তাজ উদ্দিন।
রুস্তমপুর ইউনিয়নে নৌকা প্রতীক হেলাল উদ্দিন, বিদ্রোহী প্রার্থী এম এ মতিন, বিএনপি আবুল কালাম আজাদ, সাহাব উদ্দিন শিহাব, হাবিবুর রহমান হাবিব, সালেহ আহমদ ও আলী আমজদ।
লেঙ্গুড়া ইউনিয়নে নৌকা প্রতীকে মুজিবুর রহমান মুজিব, বিদ্রোহী প্রার্থী গোলাম কিবরিয়া রাসেল।
স্বতন্ত্র প্রার্থী মাহবুব আহমদ, গোলাম কিবরিয়া সাত্তার, আব্দুল মান্নান। তোয়াকুল ইউনিয়নে নৌকা প্রতীকে লোকমান হোসেন, সামছুদ্দিন। খালেদুর রহমান খালেদ।
ফতেহপুর ইউনিয়নে নৌকা প্রতীকে নাজিম উদ্দিন,
বিদ্রোহী প্রার্থী আমিনুর রহমান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মিনহাজ উদ্দিন, মীর হোসেন আমির ও সোহেল আহমদ। ডৌবাড়ি ইউনিয়নে নৌকা প্রতীকে সুভাস দাস, বিদ্রোহী প্রার্থী এম. নিজাম উদ্দিন।
২৮ নভেম্বর ওই ইউনিয়নগুলোতে ভোটগ্রহণ অনুষ্টিত হবে। গোয়াইনঘাটের ৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৩৮ জন প্রার্থী, সংরক্ষিত ওয়ার্ডে মহিলা সদস্য পদে
৬৩ জন প্রার্থী ও সাধারণ সদস্য (মেম্বার) পদে ২৩৫ জন প্রার্থী। গোয়াইনঘাট উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৮ জন প্রার্থীর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের ৬ জন,জমিয়তে উলামায়ে ইসলামের ২ জন,ইসলামি আন্দোলনের ১ জন ও ষতন্ত্র ২৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত গোয়াইনঘাট উপজেলার ৬ টি ইউনিয়নের প্রার্থীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাছির উদ্দীন খান,সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমেদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া হেলাল, সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, নন্দীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালিক,গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ নাছির উদ্দীন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি