সিলেটে সেফটি ট্যাংকে মিললো শিশুর লাশ

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২১

সিলেটে সেফটি ট্যাংকে মিললো শিশুর লাশ

অনলাইন ডেস্ক

সিলেট শহরতলীর উত্তর বালুচরস্থ আল ইসলাহ এলাকার একটি নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংক থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ নভেম্বর) রাত ৭টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। রাহিম (৬) নামের ওই শিশু স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী। রাহিম উত্তর বালুচরস্থ আল ইসলাহ এলাকার হাবিবুল্লাহ ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন শাহপরাণ থানার ওসি আনিসুর রহমান।

তিনি জানান, শিশুটি খেলা শেষে বাড়ি ফেরার পথে উত্তর বালুচরস্থ আল ইসলাহ এলাকার নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকের ঢাকনা না থাকায় পড়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।

এ সংক্রান্ত আরও সংবাদ