স্বামীসহ ওমরাহ পালন করতে যাচ্ছেন মাহি

প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০২১

স্বামীসহ ওমরাহ পালন করতে যাচ্ছেন মাহি

অনলাইন ডেস্ক

বিয়ের দুই মাস না যেতেই পবিত্র ওমরাহ পালনের সিদ্ধান্ত নিয়েছেন ঢালিউড নায়িকা মাহিয়া মাহি। সঙ্গে যাচ্ছেন তার স্বামী গাজীপুরের তরুণ রাজনীতিক-ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিব। এ খবর মাহি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মাহি জানিয়েছেন, ‘ওমরাহের জন্য ১৫ দিনের ছুটি নেবো। আর এটি এ মাসেই। তবে তারিখটি এখনো ‍ঠিক হয়নি। আপাতত কোনো শিডিউল রাখছি না। এরআগে কখনো পবিত্র মক্কা শরিফে যাওয়া হয়নি। প্রথমবারের মতো যাচ্ছি, তাই অনুভূতিটা সত্যিই অন্যরকম।’
বর্তমানে এই নায়িকা ইফতেখার চৌধুরীর ‘ড্রাইভার’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন। ছবিটির চলতি লট শেষ করেই সৌদি আরবে যাবেন মাহি এরপর ওমরাহ পালন শেষে দেশে ফিরবেন।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বরের শুরুতেই ব্যবসায়ী রাকিবকে বিয়ে করেন মাহি। এর আগে, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন মাহি। চলতি বছরের ২২ মে পাঁচ বছরের সেই সংসারের ইতি টানার ঘোষণা দেন।

বিডি-প্রতিদিন