সনাতন ধর্মে যে ব্যাক্তি গীতা পড়েন অথবা শ্রবন করেন তিনি যতই পাপ করোক তিনি মুক্তি লাভ করেন

প্রকাশিত: ১:৩৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০২১

সনাতন  ধর্মে যে ব্যাক্তি গীতা পড়েন অথবা শ্রবন করেন তিনি যতই পাপ করোক তিনি মুক্তি লাভ করেন
  • এস ۔এম ۔ শিবা :: ঘরের পিতা মাতা কে অবহেলা করে বড় বড় মন্দিরে গিয়ে ভগবান দর্শন করে আর তীর্থস্থান ঘুরে গঙ্গা স্নান করে তুমি কি ভগবানকে খুজে পাবে ?
  • ভক্তদের অসন্তোষ্ট রেখে এবং পরিবারকে ক্ষুধার্থ রেখে ভগবানের সেবায় রাজভোগ দিয়ে তুমি কি ভগবানকে খুশি আরতে পারবে ?
    স্ত্রী, এবং সর্ব নারীদের অপমান করে বড় করে মা দূর্গা অথবা শ্যামা পূজা করে কি কোন ফল হবে তোমার ?
    হয়তো তুমি গীতায় পড়েছো যে ব্যাক্তি গীতা পড়েন অথবা শ্রবন করেন তিনি যতই পাপ করোক তিনি মুক্তি লাভ করেন হয়তো তুমি এটা পড়ো নি পাপীদের তার পাপ কর্মের ফল ভোগ করতেই হবে। পাপীরা যতই ক্ষমতাশালী হোক। তুমি তো রাবন, শিশুপাল, কংস অথবা হিরন্য থেকে শক্তিশালী নও। ওদেরও শাস্তি হয়ে ছিলো। ওদের মাথায় ভগবানের আশির্বাদ ছিলো। পাপ কর্মের ফলে সেই আশির্বাদ টাও নষ্ট হয়ে গিয়েছিলো। সময়ের সাথে সাথে তারাও ধ্বংস হয়ে গিয়েছিলো। সময়ের থেকে অধীক শক্তিশালী কেউ নয়। গুরুজন পিতা মাতা এবং সর্ব জীবের প্রতি ভালোবাসা প্রদর্শন এবং সেবা প্রদান করা তোমার কর্তব্য। ভক্তের মুখে হাসি ফুটাতে পারলে খুশি ভগবান। ভগবান সকলের সকলের মাঝেই ভগবান।
    জয় শ্রী কৃষ্ণ

এ সংক্রান্ত আরও সংবাদ