সিলেট ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২১
নিউজ ডেস্ক::
সিলেটে ভ্রাম্যমান আদালতের অভিযানে রেস্টুরেন্ট সিলগালার পর ১৩ জনের বিরুদ্ধে মামলা করে র্যাব। মামলায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ ভোজনবাড়ি রেস্টুরেন্টের ম্যানেজার, সুপারভাইজার ও ব্যবসায়িক অংশীদারসহ ১৩ জনকে আসামী করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) কারান্তরীন ভোজনবাড়ি রেস্টুরেন্টের ম্যানেজার মো. তোরাব আলী, সুপারভাইজার শুভ্র চন্দ্র পাল, রেস্টুরেন্টের ব্যবসায়ী অংশীদার সৈয়দ মহদ্দিছ আলীর জামিন শুনানী অনুষ্ঠিত হয়। শুনানী শেষে সিলেট অতিরিক্ত চীফ মেট্রোপলিটন আদালতের বিচারক আব্দুল মোমেন তাদের জামিন না মঞ্জুর করেন বলে আদালত সূত্র বিষয়টি নিশ্চিত করে। এরআগে বুধবার (৩ নভেম্বর) আসামীদের জামিন চেয়ে আদালতে দরখাস্ত দাখিল করা হয়।
এজহারনামীয় আসামীদের তালিকায় রয়েছেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এটিএম শোয়েব এবং মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও বর্তমান জেলা যুবলীগ নেতা সুজেল আহমদ তালুকদার। এছাড়াও অন্য আসামীরা হলেন-ভোজনবাড়ি রেস্টুরেন্টের ম্যানেজার মো, তোরাব আলী, সুপারভাইজার শুভ্র চন্দ্র পাল, রেস্টুরেন্টের ব্যবসায়ী অংশীদার সৈয়দ মহদ্দিছ আলী, মো. ঝুনু চৌধুরী, মো. লুৎফুর রহমান চৌধুরী, মো. কবির আহমদ, শিপন দেব, এড. নিলেন্দু দেব, ইফতেখারুল আলম রুম্মান ও শাহ কয়েছ আহমদ।
এরআগে বুধবার (৩ নভেম্বর) র্যাব-৯ এর ডিএডি সিরাজুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন। র্যাব এজহারনামীয় তিনজনকে গ্রেফতার করে পুলিশে সোর্পদ করেছে।
জানা যায়, গত মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে সিলেট নগরীতে ভেজাল বিরোধী অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমান আদালত। র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে পরিচালিত অভিযানে পঁচাবাসি খাবার পরিবেশন, অস্বাস্থ্যকর পরিবেশ এবং ব্যবসায়ের বিভিন্ন লাইসেন্স হালনাগাদ না থাকায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ ভোজনবাড়ি রেস্টুরেন্ট সিলগালা করা হয়। এছাড়া জিন্দাবাজারের পানসী রেস্টুরেন্ট ও পাঁচভাই রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা করে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এর প্রতিবাদে বিকেলে নগরীর জিন্দাবাজার পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রেস্টুরেন্ট মালিক ও কর্মচারীরা। পরে তারা বুধবার সকাল থেকে ধর্মঘটের ডাক দেন। তবে রাতেই তারা ধর্মঘট প্রত্যাহার করে নেন।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি