‘মেয়রের সঙ্গে লাগছস’ বলেই গুলি!

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২১

‘মেয়রের সঙ্গে লাগছস’ বলেই গুলি!

অনলাইন ডেস্ক

‘মুজিব মেয়রের সঙ্গে লাগছস বলেই পেছন থেকে আমাকে গুলি করা হয়েছে। ওরা তিন-চারজন এসেছিল। পেছন থেকে গুলি করে পালিয়ে যায়। আমি কাউকে চিনতে পারিনি।’

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় কথাগুলো বলছিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোনাফ সিকদার।

দুর্বৃত্তদের গুলি তাঁর বাঁ পিঠের নিচের অংশ দিয়ে ঢুকে পেটের সামনে দিয়ে বেরিয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, এখনো শঙ্কামুক্ত নন গুলিবিদ্ধ মোনাফ।

মোনাফ সিকদার বলেন, ‘মেয়র মুজিবুর রহমানের নির্দেশে আমাকে গুলি করা হয়েছে।’

কী কারণে গুলি করা হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এখন বলতে পারছি না। এটা কক্সবাজারবাসী জানে, কেন আমাকে গুলি করা হয়েছে।’

মোনাফ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখ করে কক্সবাজার সদর থানায় মামলা করেন মোনাফের বড় ভাই শাহজাহান সিকদার। গত রবিবার মোনাফকে হত্যাচেষ্টার অভিযোগে এ মামলা করার পরই ওই দিন মেয়রের অনুসারীরা কক্সবাজারে বিক্ষোভ করে। ওই মামলার প্রতিবাদে সরকারদলীয় সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভের মুখে অনেকটা অচল হয়ে পড়ে কক্সবাজার।

এদিকে ঘটনার এক সপ্তাহ পার হলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। অস্ত্রটিও উদ্ধার হয়নি। সিসিটিভির বিভিন্ন ফুটেজ এবং ঘটনার পর পর মোনাফ মেয়রকে দায়ী করে যে বক্তব্য দিয়েছেন, তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এদিকে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর-উল-গিয়াসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

 

সূত্র : বাংলাদেশ প্রতিদিন