গল্পে গুঞ্জনে পপি

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২১

গল্পে গুঞ্জনে পপি

বিনোদন ডেস্ক::
দীর্ঘদিন ধরে আড়ালে চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। চলতি বছরের শুরু থেকেই তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। হাতে থাকা কিছু অসমাপ্ত সিনেমার পরিচালকরাও অনেক চেষ্টা করে তাকে খুঁজে পাননি। এর মধ্যে এ নায়িকাকে নিয়ে গুঞ্জনের ডালপালা বড় হতে হতে সেটা এখন বৃক্ষে পরিণত হয়েছে। কেউ বলছেন পপি বিয়ে করেছেন। পাত্র অনেক বড় ব্যবসায়ী।

তাকে নাকি রাজধানীর বারিধারায় ফ্ল্যাটও উপহার দিয়েছেন। তবে সেই পাত্র বা ব্যবসায়ী কে সেটার খোঁজ কেউ দিতে পারেননি গত দশ মাসেও। অতি সম্প্রতি গুঞ্জন উঠেছে পপি পুত্র-সন্তানের মা হয়েছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সি-সেকশনের মাধ্যমে এ সন্তানের জন্ম দেন তিনি। তথ্যটিও নাম প্রকাশ না করার শর্তে এক চিত্রপরিচালকের সূত্রের বরাতে কিছু কিছু গণমাধ্যমে প্রকাশ হয়েছে । প্রশ্ন হচ্ছে, বিয়ে কিংবা মা হওয়া দোষের কিছু নয়। একজন নারীর পূর্ণতা পায় মা হওয়ার মধ্য দিয়ে। সুতরাং যদি ঘটনাটি সত্যিই হয়ে থাকে তাহলে সেই পরিচালক তথ্য দিতে গিয়ে নিজের পরিচয় গোপন রাখবেন কেন? বিষয়টি রহস্যজনক। আর এতকিছুর পরও পপির মুখে কোনো রা নেই। বরাবরের মতো তিনি এখনো অধরাই রয়ে গেছেন।

সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা