সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০২১
স্পোর্টস ডেস্ক
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স যাচ্ছেতাই। সুপার টুয়েলভে টানা চার ম্যাচে হেরে সবার আগেই বিদায়ের ঘণ্টা গলায় পরেছেন মাহমুদউল্লাহ।
তবে পঞ্চম ও শেষ ম্যাচে জয় পেলে অন্তত মাথা হেট করে হযরত শাহজালাল বিমানবন্দরে নামতে হবে না টাইগারদের।
তবে সেই ম্যাচে জয় পেলেও বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতাকে লুকানো যাবে না কোনোমতেই।
এদিকে এমন ব্যর্থতার জন্য কি বিশ্বকাপের আগে খেলা মিরপুরের মন্থর গতির উইকেট দায়ী? এ প্রশ্ন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে করা হয়েছিল।
কেননা সেই উইকেটে অসিদের ৪-১ ও নিউজিল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারানো দল বিশ্বকাপে গিয়ে ধরাশায়ী। জয় তো দূরের কথা, কয়েকটা ম্যাচে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেননি টাইগাররা।
এক গণমাধ্যমের করা সেই প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘দেখুন ওই দুই সিরিজের আগে আমরা জিম্বাবুয়েতেও খেলেছি। সেখানকার উইকেট কিন্তু প্রস্তুতির জন্য ভালো ছিল। কিন্তু হোম সিরিজগুলোতে আমরা জানতাম উইকেটে টার্ন থাকবে। খেলার মতো উইকেট ছিল না সেটি। মিরপুরের উইকেট এমনই মন্থর, সঙ্গে বল টার্ন করেছে। তবে এটা সত্যি, ওই দুটি সিরিজ জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছিল। আমরা টি-টোয়েন্টি র্যাংবকিংয়ের ছয়ে এসেছিলাম। বিশ্বকাপে প্রথম পর্বে না হলেও সুপার টুয়েলভে আমরা ম্যাচ জয়ের সুযোগ পেয়েছিলাম। শ্রীলংকার মতো দুর্বল দলকে আমরা পেয়েছিলাম। সে ম্যাচে ব্যাটিংও ভালো করেছিলাম। কিন্তু বোলিংয়ে আমরা ১৭১ রানের আগে ওদের আটকাতে পারিনি। এর পরই চাপটা চলে এলো। দলের এবং ব্যক্তিগতভাবে কোনো কোনো খেলোয়াড়কেও সমালোচনার তোপে পড়তে হয়েছে। এমনকি ক্রিকেট বোর্ড থেকেও তাদের সমালোচনা করা হয়েছে। খেলোয়াড়রা সেটি থেকে আর বের হতে পারেনি।’
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি