সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৭ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০২১
অনলাইন ডেস্ক
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৯ রানের বড় স্কোরে ইনিংস শেষ করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট হাতে ১৬৯ রানে থামে ক্যারিবীয়দের ইনিংস। ২০ রানে জয় রানে জয় পায় লঙ্কানরা।
এদিন জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ওভারে ফার্নান্দোর বলে মাত্র ১ রান করে বিদায় নেন ক্রিস গেইল। তিন বল পরেই ফার্নান্দোর দ্বিতীয় শিকার হন আরেক ওপেনার এভিন লুইস। ৮ রান করে সাঝঘরে ফেরেন তিনি। এরপর নিকোলাস পুরানকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ব্যর্থ হন রোস্টন চেজ। করুনারত্নের ব্যক্তিগত ৯ রানে উইকেট হারান তিনি।
চেজের বিদায়ের পর হেটমায়ারকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন পুরান। কিন্তু অর্ধশতকের চার রান আগেই উইকেট হারান তিনি। এরপর ব্যাট করতে নেমে বেশিক্ষণ থিতু হতে পারেননি রাসেল। করুনারত্নের বলে বিদায় নেন তিনি। পরের ওভারেই হাসারাঙ্গার বলে উইকেট হারিয়ে ডাক মেরে সাঝঘরে ফিরেন পোলার্ড। এক ওভার পার না হতেই সদ্য মাঠে নামা হোল্ডারও ক্যাচ তুলে ৮ রানে বিদায় নেন।
ব্যাট হাতে উইন্ডিজের হয়ে একাই লড়ে যাওয়া হেটমায়ার শেষদিকে এসে ৩৮ বলে তুলে নেন অর্ধশতক। যদিও দলকে আর জেতাতে পারেননি তিনি। তবে ৪ ছয় ও ৮ চারে ৫৪ বলে ৮১ রানে অপরাজিত থেকে ইনিংসের শেষ পর্যন্ত লড়ে যান এ ব্যাটার। লঙ্কানদের হয়ে ২টি করে উইকেট শিকার করেন ফার্নান্দো, করুনারত্নে ও হাসারাঙ্গা।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি