যে লজ্জার রেকর্ডের সঙ্গী কেবল বাংলাদেশ!

প্রকাশিত: ৭:৪৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০২১

যে লজ্জার রেকর্ডের সঙ্গী কেবল বাংলাদেশ!

অনলাইন ডেস্ক

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। টস জিতে টাইগারদের আগে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয় অ্যারন ফিঞ্চের দল। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৫ ওভারে ৭৩ রানেই অলআউট হয়ে যায় লাল-সবুজ বাহিনী। জবাবে মাত্র ৬.২ ওভারে ৮ উইকেট হতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা। অর্থাৎ ৮২ বল বাকি থাকতেই জয় তুলে নিয়েছে অজিরা।

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এর চেয়ে বেশি বলের ব্যবধানে আর কোনো টেস্ট খেলুড়ে দেশ পরাজিত হয়নি। বাংলাদেশই এ তালিকায় প্রথম ও একমাত্র।
বল বাকি থাকার হিসাবে এটাই অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় জয় এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয়। এর আগে একটি ম্যাচে নেদারল্যান্ডসকে ৯০ বল বাকি থাকতে হারিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু নেদারল্যান্ডস আইসিসির সহযোগী দেশ।

 

বিডি প্রতিদিন