পুরান ঢাকায় ভয়াবহ আগুন, ৫ জনের মৃত্যু

প্রকাশিত: ৯:৪৯ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০২১

পুরান ঢাকায় ভয়াবহ আগুন, ৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজধানীর পুরান ঢাকার সোয়ারীঘাটে একটি জুতার কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। এতে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দিনগত রাত ১টা ১৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোয়ারীঘাটের একটি জুতার কারাখানায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। এরপর আটটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার প্রাথমিক কারণ এখনও জানা যায়নি।

নিহত শ্রমিকদের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চকবাজার থানার ওসি মো. আবদুল কাইউম।
সুত্র : যুগান্তর