ফেঞ্চুগঞ্জে ইউপি চেয়ারম্যান এমরানের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২০

ফেঞ্চুগঞ্জে ইউপি চেয়ারম্যান এমরানের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি ::

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান এমরান উদ্দিনের বিরুদ্ধে এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ জুলাই রবিবার বিকেল ৪.৩০ ঘটিকায় মল্লিকপুর ইসলাম বাজারে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইউনিয়ন চেয়ারম্যান এমরান উদ্দিনের বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুল কালাম, সামছুল ইসলাম, ইছন মিয়া, সুবল বিশ্বাস,হেলাল মিয়া ও মহিলা ইউপি সদস্য বাহারুন নেসা। আরো বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির আহবায়ক আব্দুল বারি, ইসলাম বাজারের প্রতিষ্ঠাতা আতিকুর রাহমান মিঠু, স্থানীয় মুরব্বিয়ান তেরা মিয়া, আওয়ামীলীগ নেতা জিল্লুর রাহমান, মুহিবুর রাহমান, মিনাজ উদ্দিন, দিলাল হোসেন। বক্তারা অভিযোগ করে বলেন, উত্তর ফেঞ্চুগঞ্জের চেয়ারম্যান এমরান উদ্দিন স্থানীয় স্থাবর সমপত্তির সরকারি ১% আত্নসাত, স্থানীয় হোল্ডিং টেক্সের টাকা আত্নসাত, এলজিএসপি বণ্টনে ও জি আর চাউল বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতি করে সৌরবিদ্যুৎ ও প্রায় ৩’শ টিউবওয়েল নিজ এলাকায় বিতরণ, ভূয়া রেজুলেশনের মাধ্যমে বিভিন্ন বরাদ্দ বিতরণ, ইউপি সদস্যদের তাগদা দেওয়ার পরও কোনো সভা আহবান না করা, সরকারি বরাদ্দের চিঠি গোপন করা, চেয়ারম্যান নিজের ইচ্ছায়, নিজের জায়গায় ইউনিয়নের অস্থায়ী কার্যালয় নির্মান করা, সরকারি বরাদ্দের বেশির ভাগ নিজ এলাকায় বিতরণ করেন। এসব অভিযোগ তুলে ইউপি সদস্যরা অভিযোগের ব্যাখ্যায় বলেন চেয়ারম্যান এমরান উদ্দিন পরিষদের ফ্যান, কম্পিউটার, চেয়ার টেবিল ইত্যাদি না কিনেই অস্বাভাবিক উচ্চ মুল্যে দেখিয়ে টাকা তুলে নেন। অভিযোগ দায়েরের পর সম্প্রতি কম মূল্যে এসব কিনেছেন। উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি আহমাদ বিন আলমাসের পরিচালনায় মানবন্ধনে উপস্তিত ছিলেন স্থানীয় জন সাধারণ ও উপজেলার গন মাধ্যম কর্মীরা।