কলেজছাত্র রাহাত হত্যা : ছাত্রলীগ কর্মী সানির আত্মসমর্পণ

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২১

কলেজছাত্র রাহাত হত্যা : ছাত্রলীগ কর্মী সানির আত্মসমর্পণ

 

নিউজ ডেক্স :: সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজের ছাত্র আরিফুল ইসলাম রাহাত (১৮) হত্যা মামলার অন্যতম আসামি ছাত্রলীগ কর্মী ওহিদুর রহমান সানি আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) তিনি সিলেট আদালতে আত্মসমর্পণ করেন।

পুলিশের একটি সূত্র বিষয়টি শুক্রবার (৫ নভেম্বর) নিশ্চিত করেছে।
আত্মসমর্পণের পর সানিকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে সিআইডি। আগামী রোববার (৭ নভেম্বর) সেই রিমান্ডের শুনানি হওয়ার কথা রয়েছে।

গত ২১ অক্টোবর সিলেটে দক্ষিণ সুরমা সরকারি কলেজ গেটের ভেতরে খুন হন উপজেলার পুরাতন তেতলি এলাকার সুরমান আলীর ছেলে ও ওই কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র আরিফুল ইসলাম রাহাত (১৮)। সেদিন দুপুরে বাড়ি থেকে বেরিয়ে চাচাতো ভাই আশরাফুল ইসলাম রাফিকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালিয়ে কলেজ ক্যাম্পাসে যান রাহাত। সেখানে মোবাইল ফোনে বন্ধুদের না পেয়ে সোয়া ১২টার দিকে কলেজ থেকে কোচিং সেন্টারে যাওয়ার জন্য রওয়ানা দেন।
সিলনিউজ বিডি /এস۔ এম۔ শিবা