আম্বরখানায় ভারতীয় ২ নাগরিক আটক

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২১

আম্বরখানায় ভারতীয় ২ নাগরিক আটক

নিউজ ডেক্স ::

সিলেট নগরীর আম্বরখানায় ভারতীয় ২ নাগরিককে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। শুক্রবার (৫নভেম্বর) রাতে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন- জয় কুমার( ৪০) শান কুমার (১৪)। সম্পর্কে তারা বাবা-ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল তদন্ত কেন্দ্রের এসআই আব্দুর রহিম উদ্দিন।

জানা যায়, সুনামগঞ্জের তাহিরপুর বর্ডার হয়ে নেপাল যাওয়ার উদ্দেশ্যে তারা বাংলাদেশে প্রবেশ করে। আম্বরখানায় আসার পর স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দিলে শাহজালাল তদন্ত কেন্দ্রের পুলিশ এএসআই রহিম উদিন তাদের আটক করেন।

বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সিলনিউজ বিডি / এস۔ এম۔ শিবা