সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২১
নিউজডেক্স ::
স্বাধীন বাংলাদেশে ফেরার পথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংবাদ সম্মেলন আর যাত্রা বিরতির জন্য ইতিহাসের অংশ লন্ডনের হোটেল ক্লারিজের সভাকক্ষ। আর বিশ্রামের জন্য রুম নাম্বার ১১১। সংসদ সম্মেলনের সেই সভাকক্ষে ৫০ বছর পর তার দুই মেয়ে শেখ হাসিনা-শেখ রেহেনা-তাদের মেয়েরা সায়েমা ওয়াজেদ পুতুল আর রূপন্তি। সেখানেই উন্মোচন করা হলো, কেমন করে পাকিস্তানী গোয়েন্দারা রাতদিন নজর রাখতেন বঙ্গবন্ধুর ঘরে-বাইরে।
লন্ডনে শুক্রবার (৫ নভেম্বর) ‘সিক্রেট ডকুমেন্টস অব ফাদার অব দ্যা নেশন’ বইয়ের আন্তর্জাতিক সংস্করণের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর দুই কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা।
‘৭৫ এর ১৫ আগস্ট পুরো পরিবার হারানো দুই বোন আবারও পরিবার পেয়েছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জীবনের ১৮টি বছর জেলে কাটানো বাবা শুধু নয়, পুরো পরিবার-অন্দরমহলে মায়ের যোগাযোগও তারা নজরদারি করার চেষ্টা করতো। বললেন, মায়ের গোয়েন্দাদের ফাঁকি দেয়ার ঘটনাও।
মুজিব নামে ছবি আর গল্পের আরকটি বইয়েরও একই দিনে মোড়ক উন্মোচন করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ১৯৯৬ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর এই নথি তিনি খুঁজে পান। তারপর ২০ বছর সময় নিয়ে দিনের পর দিন বন্ধু সাংবাদিক বেবী মওদুদকে সাথে নিয়ে প্রকাশনার জন্য প্রস্তুত করা হয় সিক্রেট ডকুমেন্টস।
একই সাথে ৫০ শিল্পীর আকা চিত্রকর্ম নিয়ে বঙ্গবন্ধু জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ওক প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরিবারের সদস্যদের নিয়ে প্রতিটি চিত্রকর্ম ঘুরে দেখেন তিনি। ছবি তোলেন ছবি হয়ে যাওয়া বাবার সেই ছবির সাথে, যেখানে শিল্পী বঙ্গবন্ধুকে এঁকেছেন হোটেল ক্লারিজের সেই একই কক্ষে।
সিলনিউজ বিডি / এস۔ এম ۔শিবা
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি