বিয়ানীবাজার থেকে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২০

বিয়ানীবাজার থেকে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:: বিয়ানীবাজার থেকে ৩০ বোতল ফেন্সিডিল সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ৭টায় উপজেলার কাকরদিয়া গ্রামের ইকবাল মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় মাদক বিরোধী সেল এর ইনচার্জ মো: মুহসিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বিয়ানীবাজার থানাধীন উত্তর দুবাগ সাকিনের আব্দুল মান্নানের ছেলে আনোয়ার হোসেন (৩৬) ও বি.বাড়িয়া জেলার সরাইল থানাধীন চুন্টা সাকিনের আসমত আলীর ছেলে মোঃ ফারুক মিয়া(২৮)। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো: লুৎফর রহমান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশ সুপার মহোদয় জিরো টলারেন্স ঘোষনা করে বিশেষ অভিযানের নির্দেশ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় গতকাল বিয়ানীবাজার থেকে মাদক বিরোধী সেল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে।