সিলেটে সড়ক নিয়ে সিসিক-সওজের ঠেলাঠেলি

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২১

সিলেটে সড়ক নিয়ে সিসিক-সওজের ঠেলাঠেলি

নিউজ ডেক্স :: সিলেট নগরের গুরুত্বপূর্ণ তিনটি সড়কের মালিকানা নিয়ে দ্বন্দ্বে দীর্ঘদিন ধরে আটকে আছে উন্নয়নকাজ। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ বলছে, সড়ক তিনটি নগরের ভেতরে। ফলে এর উন্নয়নের দায়িত্ব সিলেট সিটি করপোরেশনের (সিসিক)।

আর সিটি করপোরেশন বলছে, সড়ক তিনটির মালিক সড়ক ও জনপথ বিভাগ। সুতরাং তাদেরই সংস্কার করার কথা। দুই সংস্থার এমন ঠেলাঠেলিতে নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।সড়ক তিনটি হচ্ছে সিলেট নগরের ভেতর দিয়ে চলে যাওয়া সুনামগঞ্জমুখী আম্বরখানা-কুমারগাঁও সড়ক, তামাবিলমুখী নাইওরপুল-টিলাগড় সড়ক এবং আম্বরখানা-টিলাগড় সড়ক।

সরেজমিন ঘুরে দেখা গেছে, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের পিচ উঠে গেছে। খানাখন্দে ভরে আছে সড়ক। গুরুত্বপূর্ণ এসব সড়ক দিয়ে প্রতিদিন লক্ষাধিক মানুষ যাতায়াত করতে গিয়ে দুর্ভোগ পোহায়। নষ্ট হয় যানবাহন। নগরের আম্বরখানা পয়েন্ট থেকে পূর্ব দিকে টিলাগড় পর্যন্ত সড়কের অবস্থা সবচেয়ে ভয়াবহ।

স্থানীয়রা জানিয়েছে, তিন বছরের বেশি সময় ধরে সংস্কারহীন রয়েছে সড়কটি। দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারি কম্পানীগঞ্জ ও ভোলাগঞ্জের পাথরবাহী ট্রাক এই সড়ক দিয়ে চলাচল করে। তা ছাড়াও তামাবিল মহাসড়কের সংযোগ সড়ক হওয়ায় প্রতিদিন পাথরবাহী কয়েক শ ট্রাক এ সড়ক দিয়ে যাতায়াত করে। ভারী যানবাহন চলাচল করার কারণে সড়কের অবস্থা প্রতিদিন খারাপ হচ্ছে। আম্বরখানা পয়েন্ট থেকে কিছুটা এগোলেই চোখে পড়ে ছোট-বড় গর্ত। দীর্ঘদিন ধরে সংস্কারহীন থাকা এ সড়কে ছোট-বড় দুর্ঘটনা নিয়মিত ঘটনা। সড়কের শাহী ঈদগাহ এলাকার অবস্থা আরো বেহাল।

একই দশা সিলেট-সুনামগঞ্জ সড়কের সুবিদবাজার থেকে কুমারগাঁও পর্যন্ত কয়েক কিলোমিটার সড়কের। বিশেষ করে পাঠানটুলা থেকে কুমারগাঁও বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের অবস্থা সবচেয়ে খারাপ। মাঝখানে সড়কের আংশিক সংস্কার করা হলেও তা আবার ভেঙে গেছে। সড়কের স্থানে স্থানে পিচ ভেঙে ছোট-বড় গর্ত হয়ে আছে। একই পরিণতি নগরের শিবগঞ্জে নাইওরপুল-টিলাগড় সড়কের। এই সড়কের শিবগঞ্জ বাজার অংশে এক সময় আরসিসি ঢালাই থাকলেও পরবর্তী সময়ে বিটুমিন দিয়ে (ফ্লেক্সিবল পেভমেন্ট) সংস্কার করা হয়। দুই পাশে আরসিসি বক্স-কালভার্ট নির্মাণ করে সড়কটি সম্প্রসারণ করেছে সিসিক। কয়েকটি কালভার্টও নতুন করে নির্মাণ হয়েছে। সিসিক কাজের প্রয়োজনে সড়কের দুই পাশে ও মধ্যখানে একাধিক স্থানে গর্তও করে। কিন্তু পরে তা আর সংস্কার করা হয়নি। ফলে শিবগঞ্জ ও মিরাবাজার এলাকায় বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে।

সড়ক ও জনপথ সিলেটের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, ‘সড়কগুলো সিটি করপোরেশনের ভেতরে। সড়কগুলোতে নানা ধরনের উন্নয়নকাজও করছে তারা। ফলে তারাই সড়ক সংস্কার করবে।’

সিলেট সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (সিভিল) আলী আকবর বলেন, ‘সিটি করপোরেশন এলাকার প্রধান সড়কগুলোর ৮০ শতাংশের মালিক সওজ। ফলে এগুলো দেখভালের দায়িত্ব তাদের। তবুও নগরবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে আমরা সড়কগুলো সংস্কারের উদ্যোগ নিয়েছি।’

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিটি এলাকা হওয়ার কারণে সওজের কাজের দায়ভার সিসিকের ওপর চাপানো হচ্ছে। তবে জনগণের স্বার্থের কথা ভেবে সিসিক দুটি সড়ক সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে।

সিলনিউজ বিডি /এস۔ এম۔শিবা

এ সংক্রান্ত আরও সংবাদ