মোশারফ হোসেনের যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা(ভিডিও)

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২১

মোশারফ হোসেনের যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা(ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

দেশের ক্রান্তিকালে শেখ হাসিনার নেতৃত্বে যারা সরকার বিরোধী আন্দোলন করেছিলেন তাদের অন্যতম হলেন আফতাব হোসেন খান। নগরীর উন্নয়ন কমিটির সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা কাউন্সিলর আফতাব হোসেন খানের নেতৃত্বে আমাদের ২৭ ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রম এগিয়ে যাচ্ছে। দেশকে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিতে সকলকে এগিয়ে আসতে হবে।

হিটর এয়ারপোট সেলন্স সার্ভিস এ্যামবাস্টির স্বেচ্ছাসেবক লীগ নেতা মোশারফ হোসেনের যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ একথা বলেন।

সমাজসেবী লল্লিক আহমদ চৌধুরীর সভাপতিত্বে স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম সুমনের পরিচালনায় প্রধান অতিথি আরো বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তার সুযোগ্য উত্তরসুরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৫ আগস্টের খুনিদের বিচার হয়েছে, একাত্তরের যোদ্ধাপরাধীদের বিচার হয়েছে। বর্তমান দেশকে এগিয়ে নিতে হলে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের পক্ষে সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল শুক্রবার (৫ নভেম্বর) রাতে সিলেট নগরীর ৭নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সিসিক কাউন্সিলর আফতাব হোসেন খান।

উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা পুলক কবির চৌধুরী, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, ৭নং ওয়ার্ডের পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক লিল্লুর রহমান জিলু, হাবুল কালাম, মাইনুল হক, পশ্চিম পীরমহল্লা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক আইনুল হক, পশ্চিম পীরমহল্লা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও মুফতি আব্দুর রউফ, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রুহেল আহমদ, রুহিন আহমদ, আব্দুল গফুর স্কুলের শিক্ষক জিয়াউর রহমান, সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক শাহানুর আলম, নাট্য বিষয়ক সম্পাদক রুহিন আহমদ, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাসিম আহমদ, মঞ্জুর আহমদ সহ সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ, ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ