হবিগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২১

হবিগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধি :: 

হবিগঞ্জের চুনারুঘাট থানা এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ পেশাদার ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার রাত ১১টার দিকে র‌্যাবের সিপিসি-১ কোম্পানী (হবিগঞ্জ ক্যাম্প)এর একটি টিম চুনারুঘাট থানাধীন আহম্মদাবাদ ইউনিয়নের গুচ্ছাপাড়া গ্রামের শাহ শামসুদ্দিন আখঞ্জি (রহঃ) সুন্নিয়া দাখিল মাদ্রাসার সামনে থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ কোম্পানী (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল শুক্রবার রাত ১১টার দিকে চুনারুঘাট থানাধীন আহম্মদাবাদ ইউনিয়নের গুচ্ছাপাড়া গ্রামের শাহ শামসুদ্দিন আখঞ্জি (রহঃ) সুন্নিয়া দাখিল মাদ্রাসার সামনে থেকে অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার আজিমাবাদ এলাকার মানিক মিয়ার পুত্র মোঃ সাদেক মিয়া (৩২) ও একই থানার কাচুয়া এলাকার মোঃ সৈয়দ আলীর পুত্র মোঃ শিপন মিয়া (২৮)কে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ২০ গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাবের মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীদের চুনারুঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক হস্তান্তর করা হয়েছে।

 

সিলনিউজবিডি /এস۔ এম۔শিবা