‘হাওর বাঁচাও আন্দোলন’ সুনামগঞ্জ জেলা কমিটির অভিষেক

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২১

‘হাওর বাঁচাও আন্দোলন’ সুনামগঞ্জ জেলা কমিটির অভিষেক

সুনামগঞ্জ প্রতিনিধি

অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে শপথ নিয়ে হাওর বাঁচাও সুনামগঞ্জ জেলা কমিটির অভিষেক হয়েছে।

শনিবার সকাল ১১ টায় শহরের একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে শপথগ্রহণ করেন নব নির্বাচিত নেতৃবৃন্দ।

হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুখেন্দু সেনের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলার নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিযান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিজন সেন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল ভট্রাচার্য্য, সালেহীন চৌধুরী শুভ, সুনামগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত সভাপতি ইয়াকুব বখত বাহলুল।

বক্তব্য রাখেন- হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির নবনির্বাচিত সহ- সভাপতি রাধিকা রঞ্জন তালুকদার, আলী নুর, মোদাচ্ছির আলম সুবল, আলী হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক ফজলুল করিম সাইদ, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক আহমদ, শহীদনুর আহমদ, আইন বিষয়ক সম্পাদক এড. হেলিনা আক্তার, প্রচার সম্পাদক তৈয়বুর রহমান, সম্মানিত সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন এ আর শামীম, মিজানুর রহমান, আং গণি আনসারিসহ অনেকে।

এসময় বক্তব্য রাখেন কমিটির মধ্যে অন্যান্যরা হলেন- কার্যকরী সভাপতি অলিউর রহমান চৌধুরী বকুল, সহ- সভাপতি মানব চৌধুরী, চন্দন রায, যুগ্ম সাধারণ সম্পাদক এড. নাজমুল হুদা হিমেল, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম খেজুর, দপ্তর সম্পাদক অরুন চন্দ্র দেব, অর্থ সম্পাদক মেরাজুল ইসলাম, বাঁধ বিষয়ক সম্পাদক মমিনুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক বিমল বণিক, সম্মানিত সদস্য আলা উদ্দিন, ফারুক আহমদ, সৈয়দ আসাদুজ্জামান, মখলিস আলী, শরীফ আহমদ।

এ সংক্রান্ত আরও সংবাদ