সিলেট ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২১
সিল ডেস্ক
বাংলাদেশ যুক্তরাজ্যের কাছ থেকে পাঁচটি যুদ্ধজাহাজ কিনবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, “এরমধ্যে বাংলাদেশে তৈরি হবে দুটি এবং যুক্তরাজ্যে হবে তিনটি।”
যুক্তরাজ্য থেকে একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “যুক্তরাজ্য বাংলাদেশে কিছু নেভাল ফোর্সের জাহাজ পাঠাতে ইচ্ছুক। পরবর্তীতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আমাদের পাঁচটি যুদ্ধজাহাজ নেওয়ার পরিকল্পনা রয়েছে। জাহাজগুলোর মধ্যে তিনটি তৈরি করা হবে যুক্তরাজ্যে আর বাকি দুটি বাংলাদেশেই তৈরি হবে। আমাদের জাহাজ বানানোর ডকে উন্নয়নের কাজ তারা করবে।”
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আরও বলেন, “আগামী বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছরপূর্তি হবে। দুই দেশ যৌথভাবে এটি উদযাপন করবে বলে ঠিক করা হয়েছে।”
পররাষ্ট্রমন্ত্রী জানান যুক্তরাজ্যে অবস্থানরত অপরাধী ও খুনিদের ফেরত চাওয়া হয়েছে। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আহ্বান জানিয়েছেন। প্রবাসীদের বিনিয়োগের ক্ষেত্রে তাদেরকে সব ধরনের সুবিধা দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি