জকিগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন

প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২১

জকিগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন

জকিগঞ্জ প্রতিনিধি

বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্য সামনে রেখে জকিগঞ্জে ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (৬ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র‍্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা মো. রোহেল উদ্দিনের সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পজীপ কর্মকর্তা তোফাজ্জল হোসেন।

মো. আব্দুল ফাত্তাহ ও জোবায়ের আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার।

বিশেষ অতিথি ছিলেন সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, ডা. ফাতেমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল আহাদ।

বক্তব্য রাখেন সোনারবাংলা সমিতির প্রধান উপদেষ্টা জাফরুল ইসলাম, কেছরীবিল পানি ব্যবস্থাপনা সমিতির সভাপতি মুছলেহ উদ্দিন সুহেল, ইলেক্ট্রিক শ্রমজীবী সমিতির সভাপতি জাকির হোসাইন, গোল্ডেন সঞ্চয় ঋনদান সমিতির সভাপতি আব্দুস ছালাম ও রাইজিংসান সমিতির সাধারণ সম্পাদক খালেদ হোসেন।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ সমিতিসহ বিশেষ অবদান রাখায় পুরস্কার প্রদান করা হয়।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা

এ সংক্রান্ত আরও সংবাদ