ইরাকের প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা

প্রকাশিত: ৮:৪৯ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২১

ইরাকের প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা

অনলাইন ডেস্ক

ইরাকের রাজধানী বাগদাদে প্রধানমন্ত্রী মোস্তফা আল-খাদিমির বাসভবনে ড্রোন হামলার মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবনটি বাগদাদের গ্রিনজোনে অবস্থিত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আজ রবিবারের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

হামলার পর এক টুইটারে দেওয়া এক বার্তায় মোস্তফা আল-খাদিমি ইরাকের স্বার্থে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সুরক্ষিত এলাকা হলেও বিস্ফোরক বহনকারী ড্রোন দিয়ে হামলার মাধ্যমে তাকে হত্যার চেষ্টা করা হয়। হামলার পর তিনি অক্ষত আছেন বলে নিজেই জানিয়েছেন মোস্তফা আল-খাদিমি। তবে ড্রোন হামলার পর ইরাকি প্রধানমন্ত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিবিসি বলছে, বাগদাদের ওই গ্রিনজোনে বহুসংখ্যক সরকারি দফতর এবং বিদেশি দূতাবাস অবস্থিত। এমন সুরক্ষিত এলাকায় ইরাকি প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

উল্লেখ্য, গত বছরের মে মাসে ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন মোস্তফা আল-খাদিমি। এর আগে তিনি দেশটির সাবেক গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্বপালন করেন।

বিডি প্রতিদিন

এ সংক্রান্ত আরও সংবাদ