সিলেট ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৮ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২১
অনলাইন ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে সাবেক পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতারের সঙ্গে বিতর্কে জড়ান অনুষ্ঠানের সঞ্চালক নাউমান নিয়াজ। সেই ঘটনার জেরে শোয়েবের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন নাউমান। যদিও শোয়েবের বিরুদ্ধে তার অভিযোগ, সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলকে হাতের পুতুল বলে মনে করেছেন সাবেক এই ক্রিকেটার।
সম্প্রতি ইউটিউবে একটি অনুষ্ঠানে নাউমান বলেন, শোয়েব আখতার একজন তারকা। আমি যে ব্যবহার করেছি তার জন্য লক্ষ বার ক্ষমা চাইব। আমার কোনো অধিকার নেই এভাবে তাকে অপমান করার। ক্যামেরার সামনে যা হয়েছে, তা মোটেও অভিপ্রেত নয়।
তিনি আরও বলেন, শোয়েবের সঙ্গে চ্যানেলের আর্থিক চুক্তি হয়েছিল। সেই চুক্তি না মেনে দুবাই গিয়ে অন্য একটি অনুষ্ঠানে যোগ দেন শোয়েব। চ্যানেলকে খেলার পুতুল মনে করেছেন তিনি। সেসব ঘটনা আমার মাথায় ঘুরছিল। তাই হয়তো এই ঘটনা হয়েছে।
এদিকে, নাউমানকে ক্ষমা করে দিয়েছেন বলে জানিয়েছেন শোয়েব। তিনি এক সংবাদমাধ্যমে বলেন, আমি মনের মধ্যে কোনো তিক্ততা নিয়ে চলতে চাই না। আমি ও রকম নই। নাউমানকে ক্ষমা করে দিয়েছি। যা হয়েছে তা ভুলে যেতে চাই।
নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচের পর একটি আলোচনায় গণ্ডগোল হয় শোয়েব এবং নাউমানের মধ্যে। পাকিস্তান পেসার সুপার লিগের দল লাহৌর কালান্দারস, শাহিন শাহ আফ্রিদি এবং হ্যারিস রউফের প্রশংসা করছিলেন। সেই সময় তাকে বাধা দেন সঞ্চালক। তাতেই রেগে যান শোয়েব। শো ছেড়ে বেরিয়েও যান তিনি।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি