চিকিৎসা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২১

চিকিৎসা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

অনলাইন ডেস্ক

টানা ২৪ দিন হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ রবিবার বিকাল সাড়ে ৫টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে গাড়িযোগে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

এসময় উপস্থিত ছিলেন চিকিৎসক টিমের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম প্রমুখ। এছাড়া ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানও খালেদা জিয়ার সঙ্গে ছিলেন।
এদিন খালেদা জিয়াকে গাড়িতে ওঠানোর সময় সেখানে শতাধিক দলীয় নেতাকর্মী ভিড় করেন। তারা বিএনপি নেত্রীর গাড়ির পাশে দাঁড়িয়ে স্লোগান দেন ও গাড়ির সঙ্গে সামনে এগোতে থাকেন। এ সময় তার গাড়ির সঙ্গে কড়া পুলিশ প্রহরা ছিল। সাড়ে পাঁচটার দিকে গুলশানের বাস ভবন ফিরোজায় পৌঁছায় খালেদা জিয়ার গাড়ি বহর।

সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা

সুত্র বিডি-প্রতিদিন