হৃদরোগে অভিনেতা পুনীত রাজকুমারের মৃত্যু

প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০২১

হৃদরোগে অভিনেতা পুনীত রাজকুমারের মৃত্যু

বিনোদন ডেস্ক::

ভারতের দক্ষিণি সিনেমার সুপারস্টার পুনীত রাজকুমার মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে এই অভিনেতার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৪৬ বছর।

জিমে ব্যায়াম করার সময় হৃদরোগে আক্রান্ত হন এই সুপারস্টার। এরপর এই কন্নড় অভিনেতাকে শুক্রবার বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়।

বেঙ্গালুরুর বিক্রম হাসপাতাল এক বিবৃতিতে জানায়, অভিনেতাকে যখন আনা হয়েছিল তখন তিনি অচেতন ছিলেন। তার কার্ডিয়াক রিসাসিটেশন শুরু করা হয়েছিল। কিন্তু, তাকে বাঁচানো সম্ভব হয়নি।

কিংবদন্তী অভিনেতা রাজকুমারের ছেলে পুনীত রাজকুমার।এই অভিনেতাকে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির সব থেকে ধনী অভিনেতা হিসেবে গণ্য করা হয়।

শিশুঅভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন পুনীত রাজকুমার। ১২টি সিনেমায় শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন তিনি। পেয়েছেন ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

২০০২ সালে ‘আপ্পু’ সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান পুনীত রাজকুমার। প্রায় ২৯ টি সিনেমায় অভিনয় করছেন পুনীত রাজকুমার।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা