শ্রীমঙ্গলে র‌্যাবের সাথে বন্ধুক যোদ্ধে আলোচিত নাজমুল হত্যার দুই আসামি নিহত

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২১

শ্রীমঙ্গলে র‌্যাবের সাথে বন্ধুক যোদ্ধে আলোচিত নাজমুল হত্যার দুই আসামি নিহত

স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মিতরিঙ্গা চা বাগান এলাকায় র‌্যাবের সাথে বন্ধুক যোদ্ধে কমলগঞ্জর আলোচিত নাজমুল হত্যার এজহারভুক্ত দুই আসামি নিহত হয়েছে। রোববার (৭ নভেম্বর) ভোরে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, এজাহারভুক্ত ২ নং আসামী তোফায়েল আহমেদ (৩৫) ও ৮নং এজহার ভুক্ত আসামী শহীদ মিয়া (৪০)।
র‌্যাব জানায় শনিবার গভীর রাতে শ্রীমঙ্গল উপজেলার মিতরিঙ্গা চা বাগান এলাকায় কয়েক জন সন্ত্রাসী অবস্থান করছে। এ খবরে র‌্যাবের একটি টিম ঘটনাস্থলেই গেলে সন্ত্রাসীরা র‌্যাবকে গুলি করে। এসময় র‌্যাবও পাল্টা গুলি করলে ২ জন সন্ত্রাসী আহত হয়। আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেল চিকিৎসক মৃত ঘোষনা করেন। ঘটনা স্থল থেকে ২ রিভলবার সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা জানান, রোববার (৭ নভেম্বর) ভোররাতে শ্রীমঙ্গল মাইজদিহি এলাকায় টহলকালে র‌্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়ে তারা। তারপর র‌্যাবের পক্ষ থেকেও পালটা গুলি ছোঁড়া হয়। এসময় র‌্যাবের ৩ সদস্য আহত হন।
র‌্যাব জানায়, গোলাগুলি থামার পর ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। র‌্যাব তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি শ্রীমঙ্গল থানার ভেতরে রাখা হয়েছে।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার উপ পরিদর্শক মো. জামাল জানান, ভোরে শ্রীমঙ্গল র‌্যাব ক্যাম্প থেকে লাশ দুটি রেখে গেছে। এ বিষয়ে বিস্তারিত এখনও জানানো হয়নি।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর দুপুর ২ টায় উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট বাজারে নাজমুল হাসান (৩৫) নামে এক ব্যবসায়ী নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর সিলেটের একটি হাসপাতালে নেয়ার পর সন্ধ্যা ৭ টায় নাজমুল হাসানের মৃত্যু হয়। মৃত্যুর সংবাদের পর থেকে ওই এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে একটি মাইক্রোবাসযোগে এসে দুর্বৃত্তরা চৈত্রঘাট বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি ও রহিমপুর ইউনিয়ন যুবলীগ নেতা নাজমুল হাসানের বাসার সম্মুখে তাকে উপর্যুপরি ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে সন্ধ্যা ৭ টায় চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নিহত নাজমুল রহিমপুর ইউনিয়নের প্রতাপী গ্রামের লুকুছ মিয়ার ছেলে। বিক্ষুব্ধ জনতা একই এলাকার প্রতিপক্ষ জুয়েল আহমদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। ঘটনার সত্যতা স্বীকার করে শ্রীমঙ্গল ক্যাম্পের আধিনায়ক বসু দত্ত চাকমা জানান এ ঘটনায় র‌্যাবের ৩ সদস্য আহত হয়েছেন।

সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা

এ সংক্রান্ত আরও সংবাদ