সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৮ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০২১
অনলাইন ডেস্ক
আইন লঙ্ঘনকারী ও অবৈধ হয়ে যাওয়া অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক সপ্তাহে প্রায় সাড়ে ১৫ হাজার অভিবাসীকে আটক করেছে সৌদি আরব।
রবিবার এক প্রতিবেদনে স্থানীয় সংবাদমাধ্যম সৌদি গেজেট জানায়, গত ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সৌদি আরবের নিরাপত্তা বাহিনী দেশের বিভিন্ন জায়গায় যৌথ অভিযান চালিয়ে ১৫ হাজার ৩৯৯ জনকে আটক করেছে৷
আটক ব্যক্তিদের বিরুদ্ধে দেশটির আবাসন ও শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা নীতিমালার মতো নিয়মনীতি লঙ্ঘনের অভিযোগ এনেছে সৌদি সরকার।
আটকদের মধ্যে সাত হাজার ২৯২ জনকে আবাসন আইন লঙ্ঘন, ছয় হাজার ৩৭৩ জনকে সীমান্ত নিরাপত্তা নীতিমালা লঙ্ঘন এবং এক হাজার ৭৩৪ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে।
এছাড়াও আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের সহায়তা দেওয়ার জন্য ১৭ জনকে আটক করা হয়। সৌদি সীমান্ত অতিক্রমের দায়ে আরও ২৭৮ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।
সৌদি আরবে আইনভঙ্গের অভিযোগে ৮৮ হাজার ২৯ জন অভিবাসীকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ৭২ হাজার ৭৮৮ জনকে নিজ নিজ দেশের দূতাবাস থেকে বৈধ ভ্রমণ নথি সংগ্রহ করতে বলা হয়েছে। আর ১০ হাজার ১৭ জনকে সৌদি আরব ত্যাগ করতে বলা হয়েছে।
এদিকে অবৈধ অভিবাসীদের আবাসন, কাজ জোগাড় করে দেওয়া, পরিবহনসহ যেকোনো ধরনের সেবা প্রদান থেকে সৌদি নাগরিকদের বিরত থাকতে নির্দেশনা দিয়েছে দেশটির সরকার।
বিডি-প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি