বর্তমান সরকারের আমলেই দেশের মেগা প্রকল্পগুলো আজ বাস্তবায়িত: প্রতিমন্ত্রী মাহবুব আলী

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২১

বর্তমান সরকারের আমলেই দেশের মেগা প্রকল্পগুলো আজ বাস্তবায়িত: প্রতিমন্ত্রী মাহবুব আলী

মাধবপুর প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গৃহ হস্তান্তর, চা শ্রমিকদের মাঝে টেকসই আবাসন হস্তান্তর, ভিক্ষুক পুনর্বাসন, কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ নবেম্বর )সকাল ১০টায় উপজেলা সচ্ছতা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আশরাফ আলীর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী।

অনুষ্ঠানে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ও গরীব অসহায় মানুষদের মাঝে তৃতীয় ও চতুর্থ পর্যায়ে ২০টি টেকসই আবাসন হস্তান্তর করা হয় ও ভিক্ষুকে পুনর্বাসনের জন্য ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

৯টি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমি ভবন, রাস্তা, খালবাট ও ব্রীজের উদ্বোধন করেন। উপজেলার কৃষিকে এগিয়ে নিতে ও কৃষিকে সমৃদ্ধ করতে ১৩০৫ জন কৃষকের মাঝে বীজ, সারসহ অন্যান্য প্রণোদনা বিতরণ করা হয়।

পরে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেল। বর্তমান সরকার উন্নয়নের সরকার। বর্তমান সরকার যখনই ক্ষমতায় এসেছে দেশ ও দেশের মানুষের উন্নয়ন হয়েছে। বর্তমান সরকারের আমলেই দেশের মেগা প্রকল্পগুলো আজ বাস্তবায়িত।

আগামী নির্বাচনে তিনি সকলকে নৌকার পক্ষে থাকার জন্য আহবান জানান।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) মহিউদ্দিন আহমেদ, মাধবপুর থানা অফিসার্স ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল মামুন হাসান, প্রকৌশলী শাহ আলম, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সুকুমল রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, জাহেদ খান, তাজুল ইসলাম, বেনু রঞ্জন রায়, আপন মিয়া, আরিফুর রহমান আরিফ, ফারুক পাঠান, বাবুল হোসেন খান, শফিকুল ইসলাম শফিক, শহীদ উদ্দিন আহমেদ, শ্রীধাম দাশ গুপ্ত, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাংবাদিক আয়ূব খান, চা শ্রমিক নেতা প্রদীপ গৌড়, উপকারভোগী ভারতী মুন্ডাসহ ব্যক্তিবর্গ।

সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা