সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২১
নিজস্ব প্রতিবেদক ::
‘শতভাগ সুষ্ঠু নির্বাচন হবে। কারচুপির কোনো সুযোগ নেই। প্রতি কেন্দ্রে ভোট গ্রহণ শেষে সেখানেই ভোট গণনা করা হবে। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকল ধরনের প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রত্যেক কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনসার, বিজিবির সদস্যরা নিয়োজিত থাকবে।’
সোমবার (৮ নভেম্বর) সকাল ১১টায় দোয়ারাবাজার উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর হোসেন।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাংশু কুমার সিংহ’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার।
ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংপুর ইউনিয়নের শামছুল হক নমু, ফজলুর রহমান, পান্ডারগাও ইউনিয়নের ফারুক আহমেদ, ওলিউর রহমান, বাংলাবাজার ইউনিয়নের ইব্রাহীম খলিল প্রমুখ।
সভায় উপস্থিত চেয়ারম্যান প্রার্থীরা বলেছেন, সুষ্ঠ নির্বাচন পরিচালনার জন্য তারা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবেন। সভায় সিনিয়র সহকারি পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুদ্দীন, রিটার্নিং কর্মকর্তা ডা. আব্দুল কাহির, আজাদুর রহমান ভুঁইয়া, দোয়ারাবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ করিম লিলু, সাবেক সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া, সদস্য সচিব এম এ মোতালিব ভুঁইয়াসহ সাংবাদিক ও প্রার্থীদের সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি