বিশ্বনাথ প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : সদস্য আহবান

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২০

বিশ্বনাথ প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : সদস্য আহবান

বিশ্বনাথ প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে সংগঠনের দ্বি-বার্ষিক সভায় এ আহবায়ক কমিটি গঠন করা হয়। বিগত কমিটির মেয়াদ শেষ হওয়ায় সভায় সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল আহাদকে আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক এএইচএম ফিরোজ আলী এবং সাবেক সভাপতি মোসাদ্দিক হোসেন সাজুলকে সদস্য করা হয়। সভায় নতুন সদস্যর জন্যও আহবান করা হয়।

আগ্রহীরা আগামী ২৫ জুলাই’র মধ্যে প্রেসক্লাবের নির্দিষ্ঠ ফরম নিয়ে পূরণ করে আবেদনপত্র প্রেসক্লাব কার্যালয়ে জমা দিতে হবে। আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ হতে হবে এবং জাতীয় বা স্থানীয় দৈনিক প্রিন্ট পত্রিকার প্রতিনিধি হতে হবে।

প্রেসক্লাবের সভাপতি মোসাদ্দিক হোসেন সাজুলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল আহাদ, সাবেক সাধারণ সম্পাদক এএইচ এম ফিরোজ আলী, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সহ-সভাপতি আশিক আলী, সাধারণ সম্পাদক রোহেল উদ্দিন, যুগ্ন-সম্পাদক নবীন সোহেল, কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ, প্রচার সম্পাদক মিছবাহ উদ্দিন, নির্বাহী সদস্য এমআর টুনু তালুকদার, কামাল মুন্না, শুকরান আহমদ রানা, আব্দুস সালাম, বদরুল ইসলাম মহসিন, মোশাহিদ আলী।

এ সংক্রান্ত আরও সংবাদ