চিংড়িতে বিষাক্ত জেল ব্যবহারে জরিমানা

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২১

চিংড়িতে বিষাক্ত জেল ব্যবহারে জরিমানা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:: 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় চিংড়িতে বিষাক্ত জেল ব্যবহারের অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার পৌরসভা কিচেন মার্কেটের সুমন মৎস্য আড়ত থেকে ওই মাছ জব্দ ও জরিমানা করা হয়।

আদালত সূত্রে জানা যায়, ওই দিন সুমন মৎস্য আড়তে অভিযান চালিয়ে বিষাক্ত জেলযুক্ত আড়াই কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়। চিংড়িতে ওজন বাড়াতে খাবার অনুপযোগী ওই জেল মাছের পেটে ঢুকানো হয়। এ সময় আড়তের মালিক নিঠুর রাজবংশীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সাত হাজার টাকা জরিমানা করা হয়। নিঠুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের আঁধারকোঠা মহল্লার বীরেন রাজবংশীর ছেলে। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহল আমিন জানান, জব্দ করা চিংড়ি কেরোসিন দিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। চিংড়িতে যে জেল ব্যবহার করা হয়েছে তা খাবার অনুপযোগী ও বিষাক্ত।

সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা

সুত্র : বিডি-প্রতিদিন