নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২১

নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি

চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, দেশ স্বাধীন না হলে আমাদের এখনো থাকতে হতো পরাধীন। এদেশে মুক্তিযুদ্ধের ভুয়া ঘোষক বানানো হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করা হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে।

সোমবার চাঁদপুরের মতলব উত্তরে মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উপলক্ষে উপজেলা ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উপজেলা হলরুমে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। এসময় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংসদ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক নিজামুল কবির। সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরীফুল হাসান ও সঞ্চালনায় ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহফুজুর রহমান।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও অরুন ফিল্ম সোসাইটির আয়োজনে এবং মতলব উত্তর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সুত্র : বিডি-প্রতিদিন
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা