সিলেট ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২১
ভোলা প্রতিনিধি
ভোলার দৌলতখান উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ায় উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মিলন চৌধুরী নামের এক মেম্বার প্রার্থী কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেছেন।
সোমবার বিকালে তিনি নিজের ঘরে বিষ পান করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানা গেছে। তবে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মেম্বার প্রার্থী মিলন চৌধুরীর ভাই আরিফুর রহমান জানান, সোমবার বিকালের দিকে বশির, আমিন, আব্দুস সত্তারসহ কয়েকজন এসে তার ভাইকে নির্বাচন থেকে সরে যেতে বলেন। তারা ইউনিয়ন আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে মিলন চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাপ দেন। এতে রাগে ক্ষোভে অভিমানে নিজের ঘরে ঢুকে জানালা কপাট বন্ধ করে কীটনাশক পান করেন মিলন চৌধুরী।
মিলন চৌধুরীর ছেলে এমরান হাসান অপি অভিযোগ করেন, প্রতিপক্ষ প্রার্থী গিয়াস উদ্দিন কৌশলে আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে এ ঘটনা ঘটিয়েছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবিসহ আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয় প্রশাসনের কাছে সেই দাবি করেন।
ভোলা সদর মডেল থানায় ওসি এনায়েত হোসেন জানান, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
সুত্র : বিডি-প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি