তরুণদের সুযোগ দিতে বাংলাদেশ সফরে থাকছেন না হাফিজ

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২১

তরুণদের সুযোগ দিতে বাংলাদেশ সফরে থাকছেন না হাফিজ

স্পোর্টস ডেস্ক::

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল। তবে তরুণদের সুযোগ দিতে অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ বাংলাদেশ সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা পাকিস্তান দল বাংলাদেশ সফরে এসে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে। ১৯, ২০ ও ২২ নভেম্বর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে। আর ২৬-৩০ নভেম্বর চট্টগ্রামে প্রথম টেস্ট এবং ৪-৮ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে ঢাকায়।
বাংলাদেশ সফরে হাফিজের জায়গায় অলরাউন্ডার ইফতিখার আহমেদকে নেওয়া হবে। ৩১ বছর বয়সী ইফতিখারের পাকিস্তানে দলে অভিষেক ২০১৫ সালে। পাকিস্তানের হয়ে ৩টি টেস্ট ও ১৩টি টি-টোয়েন্টি খেলেছেন এই অলরাউন্ডার।

এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপে উড়ছে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে লজ্জায় ডোবানোর পর ছুটছে তাদের জয়রথ। সুপার টুয়েলভে সব ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। দলের সঙ্গে মোহাম্মদ হাফিজের পারফরম্যান্সও মন্দ যাচ্ছে না। ৪১ বছর বয়সেও নিজের কাজটা ঠিকমতো করে চলেছেন এই অলরাউন্ডার।

সুত্র : বিডি-প্রতিদিন

সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা