বাংলাদেশ-পাকিস্তান সিরিজ: ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২১

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ: ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর

স্পোর্টস ডেস্ক::

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়ে আবারও ঘরের মাঠে শুরু হতে চলেছে বাংলাদেশের খেলা। বিশ্বকাপের ব্যর্থতাকে ভুলে ভালো কিছু করার অপেক্ষায় বাংলাদেশ দল। আর এই সিরিজ দিয়েই আবারও গ্যালারিতে ফিরতে চলেছে বাংলাদেশ ক্রিকেট ভক্তরা।

তবে এখনও আনুষ্ঠানিক অনুমতি পায়নি, কিন্তু খুব তাড়াতাড়িই আনুষ্ঠানিক অনুমতিও মিলে যাবে বলে আশা করছে বিসিবি। এদিকে পুরো গ্যালারির টিকিট অবশ্য এবার ছাড়বে না বিসিবি। ধারণক্ষমতার ৫০ শতাংশ দর্শক মাঠে প্রবেশ করতে পারবেন এই সিরিজে। আর টিকা নেওয়া দর্শকই কেবল ঢুকতে পারবেন মাঠে।

কোভিড পরিস্থিতির জন্য দীর্ঘ ১০ মাস বন্ধ থাকার পর গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরে বাংলাদেশে। তবে খেলা হয় দর্শকবিহীন মাঠে। এরপরও দর্শক ছাড়াই মাঠে নেমেছিল টাইগাররা। কিন্তু কেবল গত বছর নভেম্বর-ডিসেম্বরে বঙ্গবন্ধু বিপিএলে কিছু দর্শক ছিল মাঠে।

এখন দেশের কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসায় মাঠে দর্শক ফেরানো হচ্ছে। এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, ‘পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তাই মাঠে দর্শক ফেরাতে চাই আমরা। ধারণ ক্ষমতার ৫০ ভাগ দর্শক মাঠে রাখার পরিকল্পনা নিয়ে কাজ চলছে। সরকারের সবুজ সঙ্কেত পেলে চূড়ান্ত হবে। বর্তমান পরিস্থিতিতে আশা করি অনুমতি পেয়ে যাব। সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ এখনও পর্যন্ত ইতিবাচক।’

সর্বশেষ গত বছরের মার্চে জিম্বাবুয়ে সিরিজে মাঠে বসে খেলা দেখেন দেশের দর্শকেরা। কোভিডের কারণে এরপরই বন্ধ হয়ে যায় সবধরনের ক্রিকেট।

কোভিড পরিস্থিতিতে ক্রিকেটবিশ্বজুড়ে অন্য সব সিরিজের মতো এই সিরিজও আয়োজিত হবে জৈব-সুরক্ষা বলয়ে। তবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজের মতো অতটা কঠোর কোভিড প্রটোকল এবার নাও থাকতে পারে বলে জানালেন বিসিবির প্রধান নির্বাহী।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই বাংলাদেশে আসবে পাকিস্তান দল। পরে ১৯ নভেম্বর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ হবে ২০ ও ২২ নভেম্বর। এরপর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাভুক্ত সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ২৬ নভেম্বর থেকে। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে ৪ ডিসেম্বর থেকে। টেস্ট ম্যাচের প্রথমটি হবে চট্টগ্রামে এবং পরেরটি ঢাকায়।

সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা