হবিগঞ্জ থেকে ৫১ কেজি গাঁজাসহ আটক কারবারি কারাগারে

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২১

হবিগঞ্জ থেকে ৫১ কেজি গাঁজাসহ আটক কারবারি কারাগারে

নিজস্ব প্রতিবেদক::

হবিগঞ্জের মাধবপুর থেকে ৫১ কেজি গাঁজাসহ আটক এক মাদক কারবারিকে কারাগারে পাঠানো হয়েছে। তার নাম হিরা মিয়া (৩৩)।

তিনি চুনারুঘাট থানার মহিমাউড়া গ্রামের আলফু মিয়ার ছেলে।

আজ সোমবার ( ৮ নভেম্বর ) দুপুরের দিকে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

এর আগে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মাধবপুর বাজারের মুন্সিরটাওয়ারের সামনা থেকে আটক করে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল। এ সময় তার হেফজত থেকে ৪টি সাদা প্লাস্টিকের বস্তায় ৫১ কেজি গাঁজা জব্দ করা হয়।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা মেজর মাহফুজুর রহমান।

কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চি করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।

সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা