সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২০
অনলাইন ডেস্ক ::
ভারতের জন্য পাকিস্তানের চেয়ে চীন বড় বিপদ বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও মহারাষ্ট্রের এনসিপি প্রধান শরদ পাওয়ার। চীন ভারতের জন্য এখন বড় সংকটে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শিবসেনা দলের মুখপত্র ‘সামনা’য় দেয়া সাক্ষাৎকারে শরদ পাওয়ার এসব কথা বলেন। খবর রেডিও তেহরানের।
তিনি বলেন, এটা সত্য যে পাকিস্তান আমাদের স্বার্থের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে। কিন্তু দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে, কেবলমাত্র চীনেরই আমাদের স্বার্থের ক্ষেত্রে সঠিক সংকট তৈরি করার শক্তি, দৃষ্টিভঙ্গি এবং কার্যক্রম রয়েছে। চীন আমাদের দেশের দৃষ্টিকোণ থেকে একটি বড় সংকট।
ভারতের প্রতিবেশী দেশগুলো এখন চীনের পক্ষে অবস্থান নিয়েছে বলে মনে করেন সাবেক এ প্রতিরক্ষামন্ত্রী।
শরদ পাওয়ার বলেন, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা চারদিক থেকে আমাদের প্রতিবেশী। এদের সবাইকে চীন তার পক্ষে করে নিয়েছে। এদের মধ্যে থেকে আমরা ভারতবিরোধী সুর শুনতে পাচ্ছি।
এই অবনতিশীল সম্পর্ক সাম্প্রতিক সময়ের একটি অবদান বলেও মন্তব্য করেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি