‘পাকিস্তানের চেয়ে ভারতের জন্য বড় বিপদ চীন’

প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২০

‘পাকিস্তানের চেয়ে ভারতের জন্য বড় বিপদ চীন’

অনলাইন ডেস্ক ::

ভারতের জন্য পাকিস্তানের চেয়ে চীন বড় বিপদ বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও মহারাষ্ট্রের এনসিপি প্রধান শরদ পাওয়ার। চীন ভারতের জন্য এখন বড় সংকটে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শিবসেনা দলের মুখপত্র ‘সামনা’য় দেয়া সাক্ষাৎকারে শরদ পাওয়ার এসব কথা বলেন। খবর রেডিও তেহরানের।

তিনি বলেন, এটা সত্য যে পাকিস্তান আমাদের স্বার্থের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে। কিন্তু দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে, কেবলমাত্র চীনেরই আমাদের স্বার্থের ক্ষেত্রে সঠিক সংকট তৈরি করার শক্তি, দৃষ্টিভঙ্গি এবং কার্যক্রম রয়েছে। চীন আমাদের দেশের দৃষ্টিকোণ থেকে একটি বড় সংকট।

ভারতের প্রতিবেশী দেশগুলো এখন চীনের পক্ষে অবস্থান নিয়েছে বলে মনে করেন সাবেক এ প্রতিরক্ষামন্ত্রী।

শরদ পাওয়ার বলেন, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা চারদিক থেকে আমাদের প্রতিবেশী। এদের সবাইকে চীন তার পক্ষে করে নিয়েছে। এদের মধ্যে থেকে আমরা ভারতবিরোধী সুর শুনতে পাচ্ছি।

এই অবনতিশীল সম্পর্ক সাম্প্রতিক সময়ের একটি অবদান বলেও মন্তব্য করেন তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ