নবীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২০

নবীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

অনলাইন ডেস্ক :;

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৩ নং ইনাতগঞ্জের দুলাল রায় (৪০) নামে এক যুবক আজ ১২ জুলাই সিলেটের ওসমানী মেডিকেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহত দুলাল রায় ইনাতগঞ্জের মধ্যসমত গ্রামের ধনাই রায়ের পুত্র।

গত শনিবার রাত ১০টায় দুলাল রায় তার ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে হেটে বাড়িতে যাবার উদ্দেশ্য রওয়ানা দেয়। এ সময় লামড়িপার গ্রামের মৃত আলাউদ্দিনের পুত্র রুহেল মিয়া(৩০) বেপরোয়া গতিতে চলন্ত মোটরসাইকেল দিয়ে পিছন থেকে দুলাল কে সজোরে ধাক্কা দিয়ে তার উপর উঠে যায়।সাথে সাথে দুলাল চিটকে পরে তার মাথা ও বুকে আঘাতপ্রাপ্ত হয়।

স্থানীয় লোক জন দুলালে উদ্ধার করে ইনাতগঞ্জ বাজার চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট উসমানীতে প্রেরন করেনসেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ১২জুলাই দুপুর ১২টায় তার মৃত্যু হয়।

নিহত দুলাল রায়ের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন স্থানীয় ওয়ার্ড সদস্য আজির হাসান আরজু।