শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম

প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২১

শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম

 অনলাইন ডেস্ক :: শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সুনামগঞ্জের ছাতক উপজেলার ৮নং খুরমা দক্ষিণ ইউনিয়নের সতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কাশেম হাসান (বি.এ)। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি গত কয়েকদিন ধরে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার (৯ নভেম্বর) তিনি চেচান, রাউত পুর, ধনপুর, হাতধ নালী, মরজা, সিকন্দর পুর সহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে হাজারো সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি বলেন, অত্র ইউনিয়নে যারাই নির্বাচিত হয়েছেন তারা তেমন কোন উন্নয়ন করতে পারেননি। আমি আশা করি আগামী ১১ নভেম্বর নির্বাচনে জনগণ আমার মোটর সাইকেল মার্কা প্রতীকের পক্ষে সমর্থন দিবেন এবং আমি জয়ী হবো ইনশাআল্লাহ। তিনি বলেন, একটি আধুনিক এবং ডিজিটাল মডেল ইউনিয়ন উপহার দিতে তিনি দক্ষিণ খুরমা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ জনগণ আমার পক্ষে রয়েছেন। তাছাড়া জাউয়া বাজার উপজেলা বাস্তবায়ন সহ শিক্ষাব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, ন্যায় বিচার এবং আর্থসামাজিক উন্নয়ন করতে ইউনিয়নবাসির দোয়া এবং সহযোগিতা প্রত্যাশী।
আবুল কাশেম ১৯৯৮ সালে সিলেট সরকারি কলেজ হতে ডিগ্রী অর্জন করেন। তিনি চেচান সি. বি. পি. উচ্চ বিদালয়ের চারবার শিক্ষানুরাগী সদস্য এবং বিদ্যালয়ে একজন আজীবন দাতা সদস্য। তাছাড়া তিনি গরীব অসহায় ছাত্রদের সহযোগিতার পাশাপাশি মাদ্রাসা স্কুল,কলেজ ইত্যাদির উন্নয়নে স্বতঃস্ফূর্তভাবে জড়িত। এলাকার বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার রয়েছে যথেষ্ট অবদান।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বী আনা মিয়া, হারিছ আলী, কালা মিয়া, ফারুক মিয়া, নুর মিয়া, অপু দেব, দেবাশিষ, বাদল, কাজল, আব্দুল কাইয়ুম, গয়াছ মিয়া চৌধুরী, মাওলানা হাবিবুর রহমান, আকিক মিয়া, লাল মিয়া, মোশাহিদ মিয়া, হারুনুর রশীদ, গয়াছ মিয়া, আতিকুর রহমান, দুদু মিয়া, ফজলুল মিয়া, ছাদিক, বাহার, ইমাদ উদ্দিন, হেলাল, শাহাদত, মিজানুর, রিপন, সুলেমান, আল আমিন, আলম, তারেক, মনজুর এলাহী, মিজান এলাহী, ছয়ফুল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি

বার্তা প্রেরক
কামরান আহমদ

সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা

এ সংক্রান্ত আরও সংবাদ