বার্সেলোনায় যোগ দিয়েই ৯ নিয়ম চালু করলেন জাভি

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২১

বার্সেলোনায় যোগ দিয়েই ৯ নিয়ম চালু করলেন জাভি

স্পোর্টস ডেস্ক

দীর্ঘ কয়েক মাস জল্পনা-কল্পনার পর বার্সেলোনায় কোমার যুগের অবসান ঘটিয়ে শুরু হলো জাভি যুগের।

ব্যর্থতার বৃত্ত থেকে ঐতিহ্যবাহী দলকে বের করতে ত্রাতা হয়ে এসেছেন ক্লাবের এই সাবেক তারকা।

আর দলের দায়িত্ব নিয়েই ‘৯ নিয়ম’ চালু করলেন জাভি।

গত ৮ নভেম্বর ক্যাম্প ন্যুয়ে ১০ হাজার কিউল ভক্তের উপস্থিতিতে জাভিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেন ক্লাবটির চেয়ারম্যান হুয়ান লাপোর্তা।

আর দায়িত্ব নেওয়ার পর প্রথম দিনেই দুই ফিজিওকে বরখাস্ত করেছেন জাভি। এরপর খেলোয়াড়দের জানিয়ে দেন ‘৯ নিয়ম’-এর বিস্তারিত।

সেই নিয়মগুলো হলো

১) অনুশীলনের কমপক্ষে দেড় ঘণ্টা আগে আসতে হবে খেলোয়াড়দের। যাতে প্রশিক্ষণ সেশনের জন্য প্রস্তুত হওয়া যায় এবং নিজেদের মধ্যে আলোচনা করে একে অপরের পরিকল্পনার বিষয়ে ধারণা নেওয়া যায়।

২) আর খেলোয়াড়দের আরো আধা ঘণ্টা আগে আসতে হবে দলের কর্মচারীদের। যাতে অনুশীলন শুরুর আগে সবকিছু ঠিকঠাক করে রাখা যায়।

৩) খেলোয়াড়দের খেতে হবে বার্সেলোনার একাডেমিভিত্তিক খাবার জায়গা সিউটাত এস্পোর্টিভাতে। কারণ এখানে প্রথম দলের খেলোয়াড়দের ক্লাবের পুষ্টিবিদদের দ্বারা নির্ধারিত তালিকা অনুসারে খাওয়ানো হয়। আর এই নিয়মতান্ত্রিক ও পুষ্টির সুষম বন্টনের খাবারে ইনজুরি প্রবণতা প্রতিরোধ করতে পারবে খেলোয়াড়রা এবং সব সময় ফিটনেস ধরে রাখকে পারবে।

৪) সাবেক কোচ পেপ গার্দিওয়ালার মতোই খেলোয়াড়দের জরিমানার নিয়ম অচিরেই চালু করবেন জাভি। ফুটবলাররা যেন যথেষ্ট পেশাদার হয়ে থাকেন সেজন্যই এই ব্যবস্থা।

৫) এই জরিমানা একটি জ্যামিতিক হার দিয়ে ঠিক করা হবে। যদি কোনও খেলোয়াড় প্রশিক্ষণের জন্য দেরি করেন তবে তিনি সবচেয়ে হালকা জরিমানা ১০০ ইউরো প্রদান করবেন। দ্বিতীয় দিন ২০০ ইউরো, তৃতীয় দিন জরিমানার অংক ৩০০ ইউরো- এভাবে প্রদান করতে হবে।

৬) মধ্যরাতের পরে খেলোয়াড়দের বাড়ি ফেরা নিষিদ্ধ। খেলোয়াড়কে অবশ্যই সচেতন ও সতর্ক থাকতে হবে।

৭) খেলোয়াড়দের অনেক বেশি ভ্রমণ, হৈহুল্লোড় থেকে বিরত থাকতে হবে। এসব তাদের মাঠের মনসংযোগ ও পারফরম্যান্সে অবনতি ঘটায়। কোচিং স্টাফদের দিয়ে বিষয়টি তদারকিতে রাখা হবে।

৮) কোনো খেলোয়াড় সার্ফিং বা বৈদ্যুতিক বাইক চালাতে পারবেন না। এই ধরনের অনুশীলন একটি অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং আইনি বিভাগে তোলা হবে। কারণ এটি চুক্তির একটি স্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়।

৯) খেলোয়াড়দের ভক্তদের প্রতি সহানুভূতি দেখাতে হবে এবং অহংকারী ভাব প্রকাশ করা নিষিদ্ধ। আচরণে সদালাপী হতে হবে। বার্সেলোনাকে সর্বদা উৎসাহিত করতে হবে।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা

সুত্র : যুগান্তর