সিলেট ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২১
অনলাইন ডেস্ক
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ২০২২ সালের কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
এতে সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায় এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আইকিউএসি’র একাউন্টস অফিসার ও বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক অশোক বর্মন অসীম।
মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনটির সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়ের সভাপতিত্বে ও অশোক বর্মন অসীমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্য ও এফইএস বিভাগের অধ্যাপক ড. নারায়ন সাহা।
এসময় ড. হিমাদ্রী শেখর রায় ক্যাম্পাসে মন্দির নির্মাণে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সকল শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগীতা কামনা করেন। এদিকে, সময়ের স্বল্পতার কারণে সভাপতি এবং সাধারণ সম্পাদককে উপদেষ্টা মন্ডলীর পরামর্শক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়।
সভার শুরুতে সংগঠনের কোষাধ্যক্ষ দিপক চন্দ্র পাল আয়-ব্যায় হিসাব সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গণিত বিভাগের অধ্যাপক ড. চন্দ্রানী নাগ, এফইটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনিমেষ সরকার, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. হিমাদ্রী শেখর চক্রবর্তী, সহকারী রেজিস্ট্রার রাজীব শী, প্রশাসনিক কর্মকর্তা অসিত চন্দ্র সূত্রধর প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী বিকাশ চন্দ্র দাস, নির্বাহী প্রকৌশলী বাঁধন চন্দ্র দাস, সহকারী রেজিস্ট্রার বনেন্দ্র চন্দ্র দেব, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সহকারী পরিচালক পূরবী চ্যাটার্জী, সহকারী রেজিস্ট্রার সন্তুু রঞ্জন মল্লিক, সহকারী রেজিস্ট্রার মানসী দাস, প্রশাসনিক কর্মকর্তা কল্পনা পাল, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা চিনু মোহন দাস, সেন্টার অব এক্সিলেন্সের প্রশাসনিক কর্মকর্তা রাসেন্দ্র চন্দ্র দাস, হিসাব দপ্তরের সহকারী পরিচালক (অডিট) প্রদীপ চন্দ্র পাল, একাউন্টস অফিসার তাপস তালুকদার, মৃন্ময় দাশ ঝুটন, এফইএস বিভাগের কর্মকর্তা প্রশান্ত কুমার দাস, সজল সাহা, রসায়ন বিভাগের কর্মকর্তা বিধান চন্দ্র দাস, সৈয়দ মুজতবা আলী হলের কর্মকর্তা নান্টু রঞ্জন বিশ্বাস, সনাতনী বিদ্যার্থী সংসদের সভাপতি নিলয় চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শান্তনু চৌধুরী, শ্রীকৃষ্ণ চৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের সভাপতি প্রণয় চন্দ্র সরকার, সদস্য-এসভিএস-পার্থ দেবনাথ, রাতুল দাস, ক্ষমা রায়, অর্পা রানী, অপু পাল, জুয়েল
রায়, জয়ন্ত রায় প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি