সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২১
স্পোর্টস ডেস্ক::
স্কটল্যান্ডের কাছে অনাকাঙ্ক্ষিত হার দিয়ে শুরু হয় বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০১২১। গত ৪ নভেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরে যায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হয়ে টানা ৫ ম্যাচ হেরে এবারের বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ দল। বলা যায় এবার অংশগ্রহণেই সমাপ্ত হয় টাইগারদের বিশ্বকাপ মিশন।
এক কথায় ঘরের মাঠে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে সিরিজ হারানো দল বিশ্বকাপমঞ্চে নাকানিচুবানি খেয়ে দেশে ফিরেছে। এবারের বিশ্বকাপে ধারাভষ্যকার হিসেবে আছেন স্টেইন। সব কটি দলের পারফরম্যান্স দেখছেন কাছ থেকে। বাংলাদেশের কয়েকটি ম্যাচেরও ধারাবিবরণী করেছেন তিনি। বিশ্বকাপে ডেল স্টেইনকে সবচেয়ে হতাশ করেছে বাংলাদেশের পারফরম্যান্স। আর বাংলাদেশে দলের এমন ভরাডুবির জন্য ক্রিকেটাররা শতভাগ দায়ী বলে মনে করেন সাবেক এই প্রোটিয়া পেসার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স প্রসঙ্গে স্টেইন বলেন, তারা এখানে যেমন খেলেছে, তার চেয়েও ভালো মানের দল। ম্যানেজমেন্টের দোষ নেই, খেলোয়াড়দের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন। হয় আপনি খেলতে চাইবেন কিংবা চাইবেন না, ওদের দেখে মনে হয়নি খেলতে চেয়েছে।
সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের চারটিতেই জিতেও নেট রান রেটে পিছিয়ে পড়ায় সেমির টিকিট নিশ্চিত করতে পারেনি স্টেইনের দেশ দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার পারফরম্যান্স প্রসঙ্গে স্টেইন বলেন, আমি বেশ কয়েকটি বিশ্বকাপ দেখেছি এবং এবারের বিশ্বকাপে আমাদের ক্রিকেটারেরা যেভাবে খেলেছে তা একেবারে খারাপ ছিল না। কিন্তু মাঠে তাদের শারীরিক ভাষা যথেষ্ট ভালো ছিল না।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
সুত্র : বিডি-প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি