সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২১
নিজস্ব প্রতিবেদক ::
ভোটের জোরালো হাওয়া বইছে সিলেটে। গ্রামে-গঞ্জে বাজছে উৎসবের সুর। চলছে কথার ঝড়। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে সিলেট বিভাগজুড়েই এখন নির্বাচনের দামামা।
সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে গেল ২১ জুন ভোটগ্রহণ হয় ২০৪টি ইউপিতে। তবে সেগুলোর মধ্যে সিলেটের কোনো ইউনিয়ন ছিল না।
দ্বিতীয় ধাপে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে ৮৪৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সিলেট বিভাগের চার জেলার ৪৪টি ইউনিয়ন রয়েছে।
এদিকে, তৃতীয় ধাপে ইউপি নির্বাচন হবে আগামী ২৮ নভেম্বর। এদিন ১০০৭টি ইউনিয়নে হবে ভোটগ্রহণ। তন্মধ্যে সিলেট বিভাগের ৭৭টি ইউনিয়নও রয়েছে। তৃতীয় ধাপে এখনও প্রার্থী তালিকা চূড়ান্ত হয়নি। আগামীকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এরপরই মূলত প্রার্থী তালিকা পাওয়া যাবে।
এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে না। তবে দ্বিতীয় ধাপে সিলেটের বিভিন্ন ইউনিয়নে দলটির ২০ জনেরও বেশি নেতা ও কর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে লড়ছেন। শুধুমাত্র সিলেট জেলাতেই অন্তত ১৫ জন বিএনপি নেতা-কর্মী আছেন ভোটের মাঠে।
তবে জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার সিলেটভিউকে জানিয়েছেন, যেসব দলীয় নেতা-কর্মী প্রার্থী হয়েছেন, তা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এর সাথে দলের কোনো সম্পর্ক নেই।
ইউপি নির্বাচনে বিদ্রোহীদের নিয়ে বেশ বিপাকে আছে আওয়ামী লীগ। সিলেটের সিংহভাগ ইউপিতেই দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়েছেন নেতা-কর্মীরা। এজন্য তাদেরকে বহিষ্কারও করা হচ্ছে। সিলেট জেলাতেই অন্তত ১২ জন নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু তারা থামছেন না। তৃতীয় ধাপের নির্বাচনেও বেশ কয়েকজন বিদ্রোহী প্রার্থীকে ভোটের মাঠে দেখা যাবে বলে পূর্বাভাস মিলছে।
বিদ্রোহীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, দলীয় প্রার্থীর পক্ষেই নেতা-কর্মীরা মাঠে কাজ করছেন।
দ্বিতীয় ধাপে সিলেট জেলার সদর উপজেলার ৪টি, বালাগঞ্জের ৬টি, কোম্পানীগঞ্জের ৫টি, সুনামগঞ্জের ছাতক উপজেলার ১০টি, দোয়ারাবাজারের ৯টি, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জের ৫টি এবং মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সিলেট সদর উপজেলার হাটখোলা, জালালাবাদ, কান্দিগাঁও ও মোগলগাঁও ইউনিয়নে দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ হবে। বালাগঞ্জের ৬টি ইউনিয়নের মধ্যে রয়েছে পূর্বপৈলনপুর, বোয়ালজুড়, দেওয়ানবাজার, পশ্চিম গৌরিপুর, বালাগঞ্জ ও পূর্বগৌরিপুর ইউনিয়ন। কোম্পানীগঞ্জের ৫টি ইউনিয়নের মধ্যে আছে ইসলামপুর পূর্ব, তেলিখাল, ইছাকলস, উত্তর রনিখাই ও দক্ষিণ রনিখাই।
সুনামগঞ্জের ছাতকে যে ১০টি ইউপিতে নির্বাচন হবে, সেগুলো হলো- ছাতক, কালারুকা, ছৈলা আফজালাবাদ, খুরমা উত্তর, খুরমা দক্ষিণ, চরমহল্লা, দোলারবাজার, ইসলামপুর, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ও জাউয়াবাজার ইউনিয়ন। দোয়ারাবাজারের ৯টির মধ্যে আছে দোয়ারাবাজার, বাংলাবাজার, লক্ষিপুর, সুরমা, দোহালিয়া, পান্ডারগাঁও, বোগলাবাজার, নরসিংপুর ও মান্নারগাঁও ইউনিয়ন।
হবিগঞ্জের আজমিরীগঞ্জের ৫টি ইউনিয়ন হলো আজমিরীগঞ্জ, বদলপুর, জলসুখা, কাকাইলছেও ও শিবপাশা এবং মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে জায়ফরনগর, পশ্চিম জুড়ী, পূর্বজুড়ী, গোয়ালবাড়ি ও সাগরনাল ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে, তৃতীয় ধাপে সিলেট বিভাগের ৯টি উপজেলার ৭৭টি ইউপিতে ভোটগ্রহণ হবে। এসব ইউনিয়নের মধ্যে সিলেট জেলার দক্ষিণ সুরমা, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার ১৬টি, সুনামগঞ্জ সদর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ১৭টি, মৌলভীবাজার জেলার বড়লেখা ও কুলাউড়া উপজেলার ২৩টি এবং হবিগঞ্জ সদর ও নবীগঞ্জ উপজেলার ২১টি রয়েছে।
সিলেট জেলার ১৬টি ইউনিয়ন: দক্ষিণ সুরমা উপজেলায় ৫টি— সিলাম, লালাবাজার, জালালপুর, মোগলাবাজার ও দাউদপুর ইউনিয়ন; জৈন্তাপুর উপজেলার ৫টি হলো—জৈন্তাপুর সদর ইউনিয়ন, চারিকাটা, দরবস্ত, ফতেপুর ও চিকনাগুল ইউনিয়ন; গোয়াইনঘাট উপজেলার ৬টি—রুস্তুমপুর, লেংগুড়া, ফতেহপুর, নন্দিরগাঁও, তোয়াকুল, ডুবারি।
সুনামগঞ্জ জেলার ১৭টি ইউনিয়ন: সদর উপজেলার ৯টি—রঙ্গারচর, সুরমা, জাহাঙ্গীরনগর, মুল্লাপাড়া, কাঠইর, মোহনপুর, গৌরাং, লক্ষণশ্রী ও কুরবাননগর ইউনিয়ন; দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৮টি—জয়কলস, শিমুলবাগ, পাথারিয়া, দরগাহপাশা, পূর্বপাগলা নিয়ন, পশ্চিম পাগলা, পূর্ব বীরগাঁও, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন।
মৌলভীবাজার জেলার ২৩টি ইউনিয়ন: বড়লেখা উপজেলায় ১০টি—বর্ণি, দাশেরবাজার, নিজবাহাদুরপুর, উত্তর শাহবাজারপুর, দক্ষিণ শাহবাজপুর, বড়লেখা সদর, তালিমপুর, দক্ষিণভাগ উত্তর, সুজানগর, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন।
কুলাউড়া উপজেলার ১৩টি—বরমচাল, ভুগশিমইল, ভাটেরা, জয়চন্ডি, ব্রাক্ষ্মণবাজার, কাদিপুর, কুলাউড়া, রাউতগাঁও, টিলাগাঁও, হাজিপুর, শরিফপুর, পৃথিমপাশা, কর্মধা ইউনিয়ন।
হবিগঞ্জ জেলার ২১টি ইউনিয়ন: নবীগঞ্জ উপজেলার ১৩টির মধ্যে রয়েছে—বড়ভাকৈর পশ্চিম, বড়ভাকৈর পূর্ব, ইনাতগঞ্জ, দিঘলবাঘ, আউশকান্দি, কুর্শি, করগাঁও, নবীগঞ্জ সদর, বাউশা, দেবপাড়া, গজনাইপুর, কালিয়ারভাঙা ও পানিউনদা। হবিগঞ্জ সদর উপজেলার ৮টির মধ্যে রয়েছে—লুকরা, রিচি, তেঘরিয়া, পৈল, গোপায়া, রাজিউড়া, নিজামপুর ও লস্করপুর।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি