প্রেম টেকাতে শর্ত ‘আর-১৫’, টাকা জোগাতে খুন করে লাশ ভাসালেন নদীতে

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২১

প্রেম টেকাতে শর্ত ‘আর-১৫’, টাকা জোগাতে খুন করে লাশ ভাসালেন নদীতে

নিজস্ব প্রতিবেদক ::
তরুণীর সঙ্গে দীর্ঘদিনের প্রেম। তবে নেই মোটরসাইকেল। আর প্রেমিকাও মোটরসাইকেল ছাড়া সম্পর্ক রাখবেন না বলে সাফ জানিয়ে দেন। প্রেমিককে জানিয়ে দিলেন- ‘তুমি যদি এক সপ্তাহের মধ্যে আর-১৫ মোটরসাইকেল কিনতে না পারো তাহলে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না।’প্রেমিকার এমন কথার পর মোটরসাইকেল কেনার জন্য পাগল হয়ে যান প্রেমিক।

টাকা জোগাড় করতে দিগ্বিদিক ছুটতে থাকেন। কিন্তু কোনো সমাধান পাচ্ছিলেন না। শেষে মাত্র আটদিন আগে পরিচয় হওয়া কলেজছাত্রকে অপহরণের পরিকল্পনা করেন। উদ্দেশ্য ছিল মুক্তিপণের টাকা দিয়ে কিনবেন মোটরসাইকেল। পরিকল্পনা অপহরণের হলেও করেন হত্যা।

তবে হত্যার পর টাকা আনতে গিয়েই ধরা পড়েন প্রেমিক। নিহতের নাম আমিনুর রহমান। তিনি খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির শ্যামনগর গ্রামের ছুরমান গাজীর ছেলে ও কপিলমুনি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। আর অভিযুক্ত ফয়সাল সরদার গদাইপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।

এ ঘটনায় ফয়সালকে আটক করতে পারলেও এখন পর্যন্ত আমিনুরের লাশ উদ্ধার করতে পারেনি পুলিশ। আটকের পর জিজ্ঞাসাবাদে হত্যা কথা স্বীকার করেন ফয়সাল সরদার।

বিষয়টি নিশ্চিত করেন পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান। ওসি বলেন, দশ লাখ টাকা মুক্তিপণের দাবিতে রোববার রাত ৯টার দিকে আগড়ঘাটা বাজার থেকে আমিনুর রহমানকে অপহরণ করেন ফয়সাল। এরপর ঘুরতে তাকে কপোতাক্ষের তীরে নিয়ে যান। সেখানে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে আমিনুরকে কুপিয়ে হত্যা করেন। হত্যার পর লাশ ভাসিয়ে দেন কপোতাক্ষ নদে। কিন্তু মঙ্গলবারও তার লাশ উদ্ধার হয়নি।

ওসি জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার ও ঘটনাস্থলে পুলিশকে নিয়ে যান ফয়সাল। ঘটনাস্থলে রক্তের চিহ্ন মিললেও খুঁজে পাওয়া যায়নি আমিনুরের লাশ।

সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা